মুনস্টারের পরিচালনায় কাটোয়া কলেজ মাঠে মঙ্গলবার থেকে শুরু হল নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে উঠল বর্ধমানের রাজনন্দিনী সঙ্ঘ। তারা দাঁইহাটকে হারিয়ে দেয়। এ দিন দাঁইহাট নির্ধারিত ৯ ওভারে ৬৭ রান করে। রাজনন্দিনী সঙ্ঘ ৬ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে কাটোয়ার বরুণ একাদশকে হারিয়ে দাঁইহাট মুখোমুখি হয় রাজনন্দিনীর। মুনস্টারের কর্মকর্তা প্রসেনজিৎ সাহা ও কৌশিক গড়াই বলেন, “১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। প্রতিদিন তিনটি করে খেলা হচ্ছে। রবিবার ফাইনাল খেলা হবে।” অন্যদিকে বৃষ্টির জন্য দু’দিন খেলা বন্ধ থাকার পর, আজ বুধবার ফের কাটোয়া স্টেডিয়ামে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে। বুধবার দু’টি খেলায় যোগ দেবে ১৬ ও ১৯ নম্বর ওয়ার্ড এবং ৬ ও ৮ নম্বর ওয়ার্ড।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে মঙ্গলবারের খেলায় বিজয়ী হল এএসপিএসএ। এমএএমসি মাঠে তারা ৫ উইকেটে ক্লাব স্যান্টোসকে হারায়। প্রথমে ব্যাট করে ক্লাব স্যান্টোস ৯ উইকেটে ১৮১ রান করে। রণজীব তা ৫০ ও রতন দত্ত ৪৪ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় এএসপিএসএ। দীনেশ কাহার ৫০ রান করে।
|
ইসিএল আয়োজিত আন্ত: এরিয়া ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল বাঁকোলা এরিয়া। তারা সাঁকতোড়িয়া স্টেডিয়ামে ফাইনালে পান্ডবেশ্বর এরিয়াকে ২ রানে হারায়। প্রথমে ব্যাট করে বাঁকোলা ৯ উইকেটে ১৪৬ রান করে। জবাবে পান্ডবেশ্বর ১৪৪ রানের বেশি করতে পারেনি। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের যথাক্রমে মহেশ মাহাত ও দীনেশ যাদব।
|
সামডি নিউ ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল আজাদ হিন্দ ক্লাব। সামডি মাঠে তারা রাঙ্গা তরুণ সঙ্ঘকে ২৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে আজাদ হিন্দ ৮ উইকেট হারিয়ে ২১৩ রান করে। জবাবে সব উইকেট হারিয়ে ১৮৮ রানের বেশি তুলতে পারেনি তরুণ সঙ্ঘ। খেলার সেরা বিজয়ী দলের নিশীথ সূত্রধর।
|
কৈথী গ্রামে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল কৈথী যুব সঙ্ঘ। তারা কৈথী মাঠে ফাইনালে জামুড়িয়া পাঠান একাদশকে ৫৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে কৈথী ৯ উইকেটে ১৬৯ রান করে। জবাবে পাঠান একাদশ ১১২ রানের বেশি করতে পারেনি। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের মঞ্জুর আলম। |