উনিশ বছরের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শিলিগুড়িতে নিয়ে তিন দিন ঘরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। শামুকতলার উত্তর মহাকালগুড়ি গ্রামের ঘটনা। অভিযুক্ত যুবক মহাকালগুড়ি সংলগ্ন শামুকতলা বস্তির বাসিন্দা। সোমবার যশোডাঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “ওই ঘটনায় দ্বাদশ শ্রেণির এক ছাত্র-সহ তিন জনের নামে শামুকতলা থানায় অভিযোগ জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে।” গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ওই তরুণী নিখোঁজ ছিল। মেয়ের ব্যাগ থেকে পাওয়া একটি চিঠি এবং বিজয় ও বাপি নামে দু’জনের ফোন নম্বর পান তরুণীর মা। ফোনে যোগাযোগ করে তিনি মেয়েকে বাড়িতে এনে দিতে বলেন। এর পরে রবিবার বিকেলে নিউ আলিপুরদুয়ার স্টেশনে তরুণীকে ফেলে ওই ছাত্র ও তার বন্ধু পালিয়ে যায়। অভিযুক্তের বাবা-মা বাংলাদেশে থাকেন। সে এখানে মাসির বাড়ির পাশে দিদির সঙ্গে এক বাড়িতে থাকে। তার দিদি অবশ্য ঘটনার কথা অস্বীকার করেন। তিনি বলেন, “ভাই বাইরে কাজে গিয়েছে। এমন ঘটনায় সে যুক্ত বলে বিশ্বাস হয় না।”
|
ধর্মঘটের সমর্থনে মিছিল শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
২১ ও ২২ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে শিলিগুড়িতে মিছিল করল বিভিন্ন শ্রমিক সংগঠন। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল বার হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি, ন্যুনতম মজুরি-সহ বিভিন্ন দাবিতে বারবার আলোচনার আবেদন করেও কোনও সাড়া মেলেনি। তাই ধর্মঘটের রাস্তায় যেতে হচ্ছে বলে দাবি করেন অলক চক্রবর্তী, সমন পাঠকের মতো ডান-বাম স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। অলকবাবু দাবি করেন, বাগডোগরা বিমানবন্দরের কর্মী সংগঠনও তাঁদের সমর্থন করছে। ওই দিন তাঁরাও ধর্মঘটে সামিল হবেন। তবে রেল রোকো বা জোর করে ধর্মঘট করতে তারা চান না। মোর্চা-সহ গোর্খালিগের মতো বিভিন্ন দলের শ্রমিক সংগঠনগুলিকেও আবেদন জানানো হয়েছে। ধর্মঘটকে সমর্থন করে তারাও ওই দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানান, ৯ টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। |