টুকরো খবর
হোটেলে ঝুলন্ত দেহ যুবকের
হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল বকখালিতে। পুলিশ জানায়, মৃতের নাম অভিজিৎ দাস (২৫)। বাড়ি কাটোয়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমনাথ ঘোষ নামে এক বন্ধুর সঙ্গে অভিজিৎ ১৬ ফেব্রুয়ারি বকখালির ওই হোটেলে উঠেছিলেন। সোমনাথবাবু পুলিশকে জানিয়েছেন, সোমবার সকালে বাথরুম থেকে বেরিয়ে তিনি দেখেন, গামছায় ফাঁস লাগানো অবস্থায় অভিজিতের দেহ ঝুলছে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ময়না-তদন্তে পাঠায়। পরিবার সূত্রে জানা যায়, অভিজিৎ বি-টেক পাশ। দিল্লিতে একটি সংস্থায় চাকরিতে যোগ দিতে যাওয়ার কথা জানিয়ে গত ৮ ফেব্রুয়ারি তিনি বাড়ি থেকে বেরোন। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা ও সোমনাথ। কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছনোর পরে অভিজিৎ নিখোঁজ হয়ে যান। এ ব্যাপারে হাওড়ায় রেলপুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। অভিজিতের বাড়ির লোকজন জানান, তার পর থেকে সোমনাথেরও দেখা মেলেনি। পুলিশের দাবি জেরায় সোমনাথবাবু দাবি করেছেন, চাকরি না পেয়ে তাঁরা দুই বন্ধুই মানসিক অবসাদে ভুগছিলেন। তাই তাঁরা আত্মহত্যা করবেন বলে ঠিক করেন। কিন্তু বন্ধুর ঝুলন্ত দেহ দেখার পরে নিজে আর আত্মহত্যা করার সাহস পাননি বলে দাবি করেছেন তিনি। পুলিশ জানায়, তাঁকে আরও জেরা করা হচ্ছে। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে।

কারখানায় মিলল দেহ
এক প্লাস্টিক কারখানার ভিতরের মিলল মহিলা কর্মীর রক্তাক্ত দেহ। সোমবার, খড়দহ থানা এলাকায়। মৃতার নাম মমতাজ বিবি (৩২)। খুনে জড়িত সন্দেহে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে কর্মীরা দেহটি দেখেন। ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় সিংহ ঘটনাস্থলে আসেন। পুলিশ জানায়, সম্প্রতি স্বামী রাজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে মমতাজ ওই কারখানায় কাজে আসেন। ঘটনার পর থেকে রাজেশ ও তাদের দু’বছরের শিশুর কোনও খোঁজ মিলছিল না। কারখানার ৩ কর্মী-সহ মালিক সৌমজিত্‌ ভট্টচার্যকে আটক করে পুলিশ। পরে রাজেশও ধরা পড়ে। তবে শিশুটির খোঁজ মেলেনি।

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। পুলিশ জানিয়েছে, বীজপুরের ডাঙাপাড়ার বাসিন্দা ওই মহিলার নাম মামণি রায় (৩৫)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন তিনি। মামণিদেবীর ভাই গোপাল বন্দ্যোপাধ্যায় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। দিন সাতেক আগে গোপাল বাইক দুর্ঘটনায় মারা যায়। গোপালের রিভলভারটি মামণির কাছে ছিল বলে পুলিশের ধারণা। স্থানীয় সূত্রের খবর, এর আগে দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মামণিদেবী। কল্যাণীর জেএমএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলার স্বামী সুনীল রায়কে আটক করেছে পুলিশ।

ক্লাবকে দেওয়া হল খেলার সরঞ্জাম
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ক্লাবের পাশে দাঁড়াতে উদ্যোগী হল হিঙ্গলগঞ্জ টাইগারস ক্লাবের সদস্যরা। অর্থের অভাবে যারা ফুটবল বা ক্রিকেটের ব্যাট-উইকেট কিনতে পারে না সেইসব ক্লাবের হাতে তুলে দেওয়া হল খেলার সরঞ্জাম। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ‘সুন্দরবন কাপ-২০১২’ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবকর্তাদের হাতে ২৫ হাজার টাকা করে তুলে দেন। সেই টাকা অন্য খাতে খরচ না করে হিঙ্গলগঞ্জের ক্লাবটি বাছাই ১৩টি ক্লাবের হাতে তুলে দিল খেলার সরঞ্জাম। এ জন্য হিঙ্গলগঞ্জ ব্লক এলাকায় লেবুখালি থেকে কাঠাখালি পর্যন্ত আটটি ক্লাব এবং দুলদুলি থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পাঁচটি ক্লাব বাছা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও বিশ্বজিত বসু।

সোনার দোকানে চুরি বসিরহাটে
ফের চুরি বসিরহাটে। তবে মন্দিরে নয়, এ বার চুরি হল পাঁচটি সোনার দোকানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার দন্ডিরহাট এলাকায় রবিবার রাতে সাটারের তালা ভেঙে পরপর পাঁচটি সোনার দোকানে চুরি হয়। প্রায় কয়েক লক্ষ টাকার সোনা ও রূপার গহণা দুষ্কৃতীরা লুঠ করেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সোমবার সকালে দোকান খোলার সময় ব্যবসায়ীরা দেখেন দোকানের তালা ভাঙা। ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় পুলিশের টহল না থাকার জন্যই চুরি ডাকাতির ঘটনা ঘটছে। দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.