টুকরো খবর |
দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে মা, ছেলে-সহ চার জনের। গুরুতর জখম দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদের নাম দেবী দুর্লভ (৫০), গোপীনাথ দুর্লভ (৩৫), তাপস দুর্লভ (৩৩) ও মিলন দুর্লভ (২৮)। বাড়ি কৃষ্ণনগরের ভাতজাংলা উত্তরপাড়া এলাকায়। সোমবার দুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ধুবুলিয়ার বাহাদুরপুর এলাকায় ওই দুর্ঘটনার পর লরিটিকে আটক করলেও চালক পলাতক। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন ময়না দুর্লভ। তাঁর চিকিৎসার জন্য পরিবারের লোক এ দিন তাঁকে ধুবুলিয়ার মায়াকোল এলাকায় একটি ওঝার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ভ্যানরিকশায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয়েছেন ময়না। তাঁর স্বামী সনাতনবাবু বলেন, “আমি ভ্যান চালাচ্ছিলাম। ভ্যানে ময়নার সঙ্গে ছিল তাঁর জেঠিমা দেবী দুর্লভ ও আমার ভগ্নিপতি মিলন। পিছনেই সাইকেলে আসছিল ময়নার দাদা তাপস ও তাঁর জেঠতুতো ভাই গোপীনাথ। আচমকা সামনে থেকে একটি লরি এসে ভ্যানে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল।” পুলিশ জানিয়েছে, কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী আটাবোঝাই লরিটি প্রথমে ভ্যান ও পরে সাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তাপস ও মিলন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দেবী এবং গোপীনাথবাবুর। |
চুরি, অবরোধ নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গয়নার দোকানে লুঠপাটের জেরে প্রায় তিন ঘণ্টা কৃষ্ণগঞ্জের ভাজনঘাট মোড়ে রাস্তা অবরোধ করলেন ব্যবসায়ীরা। অবরোধকারীরা ওসি ও আইসিকেও দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। পুলিশ জানায়, রবিবার রাতে কৃষ্ণগঞ্জের মাজদিয়া বাজারে একটি গয়নার দোকানে লুঠপাট চলে। ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস গিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি লুঠ হওয়া গয়না উদ্ধারের আশ্বাস দিলে ওঠে অবরোধ। দিব্যজ্যোতিবাবু বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ধরণের ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” ব্যবসায়ীদের অভিযোগ, এর আগেও এলাকায় গয়নার দোকানে ডাকাতি হলেও পুলিশ অপরাধীদের টিকিও ছুঁতে পারেনি। তবে সোমবার থেকে রাতে দুই কনস্টেবল বাজারে টহল দেবে বলে পুলিশ জানিয়েছে। |
নকল পাসপোর্ট, ধৃত নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বেআইনি আন্তর্জাতিক পাসপোর্ট তৈরি চক্রের হদিশ মিলল বহরমপুরে। ওই চক্রে যুক্ত অভিযোগে রবিবার রাতে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের স্পেশাল অপারেশন স্কোয়াডের পুলিশ। ধৃত জাহাঙ্গির ও মিন্টু শেখ বাংলাদেশের বাসিন্দা এবং বহরমপুর থানার বাজারপাড়ার সাজেন শেখ। ধৃতদের কাছ থেকে নকল ভোটার পরিচয়পত্র, নকল রেশন কার্ড ও পাসপোর্টের আবেদনপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার বলেন, “দুই বাংলাদেশি তাদের নাম গোপন রেখে পাসপোর্ট তৈরির জন্য মুর্শিদাবাদে আসে। হিমায়েত খালাসি নামে জাহাঙ্গির শেখ ও ইয়াসিন ভূঁইঞা নাম নিয়ে মিন্টু শেখ মুর্শিদাবাদ থেকে নকল ভোটার পরিচয়পত্র ও নকল রেশন কার্ড তৈরি করে।” |
নিগ্রহের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
হাসপাতালে এক মহিলা শল্য চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে। সোমবার দুপুরের এই ঘটনায় সংশ্লিষ্ট ডাক্তার রানাঘাট থানায় নিগ্রহের অভিযোগও দায়ের করেছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোটর বাইক দুর্ঘটনায় জখম অজয় তরফদার রবিবার রাতে ভর্তি হন রানাঘাট মহকুমা হাসপাতালে। সারারাত তাঁকে কোনও চিকিৎসক ছুঁয়েও দেখেননি বলে অভিযোগ। এ দিন দুপুরে ওই চিকিৎসক তাঁকে দেখতে আসেন। সেই সময় অজয়বাবুকে তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ।
|
অস্বাভাবিক মৃত্যু নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম অভয় প্রামাণিক (৪৮)। বাড়ি ঘূর্ণির প্রামাণিকপাড়ায়। সরস্বতী পুজোর আগের দিন ছেলেকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন। প্রতিবেশিরা জানান, ওই দিন থেকে তাঁকে আর দেখা যায়নি। সোমবার ঘর থেকে দুর্গন্ধ বেরোতেই পুলিশে খবর দেওয়া হয়। ঘর খুললে দেখা যায় খাটের উপর পড়ে আছেন অভয়বাবু। পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভয়বাবু।
|
রঘুনাথগঞ্জ বইমেলায় বৃষ্টিভেজা বই শুকোচ্ছে। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়।
|
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মোটর বাইক চালকের। নাম শশাঙ্ক শেখর কোলে (৪৫)। বাড়ি কল্যাণীর জয়দেববাটী এলাকায়। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় কল্যাণী থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় তাঁর মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যবাটী এলাকার একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
|
ভাসানে গণ্ডগোল |
সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করে সংঘর্ষে জখম হয়েছেন তিনজন। তাঁরা শক্তিনগর হাসপাতালে ভর্তি। রবিবার রাতের ওই ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার প্রতিমা বিসর্জন নিয়ে কৃষ্ণনগর রাজবাড়ি ও বৌবাজার পেট্রল পাম্পের কাছে বিভিন্ন বায়োয়ারি পুজো কমিটির সদস্যদের মধ্যে গন্ডগোল হয়। |
জয়ী তৃণমূল ছাত্র পরিষদ |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল ছাত্র পরিষদ। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ১৯ ফেব্রুয়ারি ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু তার আগে ছাত্র সংসদের ভোটে লড়ার জন্য ৬৫টি আসনে তৃণমূল ছাত্র পরিষদ বাদে অন্য কোনও সংগঠন প্রার্থী না দেয়নি। তাই কলেজ কর্তৃপক্ষ ওই ৬৫ জনকে জয়ী ঘোষণা করেছে। |
নদীতে দেহ |
অজ্ঞাতপরিচয় এক মহিলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে রানাঘাটে চূরী পাড়া এলাকায় চূর্নী নদীতে ওই মহিলার দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। |
সেরা নদিয়া |
নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে নদিয়া ক্লাব। রানার্স হয়েছে নবীন দল। ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া জুনিয়র লিগে ১১টি দল যোগ দিয়েছিল।
|
|
পরীক্ষাকে থোড়াই কেয়ার! ভোটের জন্য আন্দুলবেড়িয়ায়
জোরকদমে চলছে মন্ত্রীদের প্রচার। ছবি: গৌতম প্রামাণিক। |
|