শহরের এলআইসি মোড়ে যানজট সমস্যায় জেরবার হতেন পথচলতি মানুষ। অনেকে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে রাস্তায় সাইকেল-মোটর সাইকেল রাখতেন। রাস্তা সংকীর্ণ হত। সমস্যা এড়াতে এলাকায় ‘ট্রাফিক কোন’ বসাল পুলিশ-প্রশাসন। জানানো হল, এলাকাটি ‘নো পার্কিং জোন’। পশ্চিম মেদিনীপুরের ডিএসপি (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ বলেন, “শহরে যানজট এড়াতে বেশকিছু পদক্ষেপই করা হচ্ছে। এটি তারই একটি।” মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতির আশ্বাস, “শহরের আরও কয়েকটি এলাকায় ‘ট্রাফিক কোন’ রাখা হবে। ব্যস্ত রাস্তায় কোনও ভাবেই সাইকেল-মোটর সাইকেল রাখা যাবে না।”
|
ডেবরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন হল সোমবার। পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তাই মহিলাদের অংশগ্রহন যেমন জরুরী তেমনি মহিলাদের রাজনৈতিক সচেতনতাও অতি প্রয়োজনীয়। মহিলাদের এই বিষয় সম্বন্ধে সচেতন করতেই এদিন সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনটি হয় ডেবরা অডিটোরিয়ামে। যেখানে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের মহিলারা উপস্থিত ছিলেন। ছিলেন স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতি, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, মহিলা সংগঠনের জেলা সভানেত্রী উত্তরা সিংহ, ব্লকের তপসিলি সংগঠনের নেত্রী শান্তি টুডু। বিধায়ক বলেন, “পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই সম্মেলন। নির্বাচনে মহিলাদের ভূমিকা ও অংশগ্রহন কতটা জরুরী সে বিষয়ে সকলের সচেতনতা বৃদ্ধিই ছিল লক্ষ্য।” দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের মহিলা সংগঠনে মহিলাদের উপস্থিতির সংখ্যা অনেক সময় বেশি দেখা গেলেও রাজনৈতিক সচেতনতার অভাব প্রায়ই লক্ষ্য করা যায়। ফলে সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে ত্রুটি থেকে যায়। পঞ্চায়েত নির্বাচন আর বেশি দেরি নেই। তাই প্রতিটি সংসদ থেকেই মহিলাদের নিয়ে সম্মেলন করা হল। যাতে ওই মহিলারা নিজেদের সংসদ এলাকায় গিয়ে দলীয় কর্মসূচি ও প্রচার চালাতে পারে। পঞ্চায়েতে ভাল ফল করার লক্ষ্যেই এই প্রস্তুতি।
|
বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন হল সবংয়ের বনাইতে। এই উপলক্ষে সোমবার এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক শঙ্খ ঘোষ, বিধায়ক মানস ভুঁইয়া, সারা বাংলা রবীন্দ্র সার্ধ শত জন্ম বার্ষিকী কমিটির সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ কারক প্রমুখ। বনাই বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান। দুপুরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বেরোয়। তারপর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন হয়। সন্ধ্যায় ক্ষুদ্র নাটিকা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। আজ, মঙ্গলবারও নানা কর্মসূচী রয়েছে। রয়েছে আঁকা, আবৃত্তি, প্রবন্ধ, ক্যুইজ প্রতিযোগিতা। সন্ধ্যায় নাট্যানুষ্ঠান।
|
মুসলিমদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ-সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার মেদিনীপুর শহরে সভা করে জমিয়তে উলেমায়ে হিন্দ। শহরের দেওয়ানবাবার চকে এই সভার আয়োজন করা হয়। ২০ শতাংশ সংরক্ষনের পাশাপাশি ওয়াকফ সম্পত্তির পুনরুদ্ধার-সহ আরও কিছু দাবি জানানো হয়।
|
আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাদ্রাসা পরীক্ষা। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। এ বার পশ্চিম মেদিনীপুরে মাদ্রাসার মোট তিনটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ৮২২। এর মধ্যে ছাত্র ৩১৫। ছাত্রী ৫০৭। পরীক্ষা-পর্ব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সব রকম পদক্ষেপ করা হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে। |