গুঁতোয় মেরে মৃত বাইসনও
নিজস্ব সংবাদদাতা • বানারহাট |
বাইসনের হানায় এক ব্যক্তির মৃত্যু পাশাপাশি চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনা ঘটল। বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ট্রাকে তোলার সময় সেটির মৃত্যু হয়। সোমবার সকাল থেকে ওই দুই ঘটনায় ডুয়ার্সের বানারহাটের দুটি চা বাগানে চাঞ্চল্য দেখা দেয়। প্রথম ঘটনাটি ঘটে মোঘলকাটা চা বাগান এলাকায়। ভোরবেলা বাগান লাগোয়া ডায়না জঙ্গল থেকে বার হওয়া ৩টি বাইসনকে বাগানে ঘোরাফেরা করতে দেখেন শ্রমিকরা। দুটি বাইসন জঙ্গলে ঢুকে পড়লেও একটি বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল। বাগানের বাসিন্দা সুরেশ ওঁরাও (৩৬) নামে এক যুবকের কোমড়ে গুঁতো দেয় বাইসনটি। দুপুরে তিনি মারা যান। বন কর্মীরা বাইসনকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে গাড়িতে তোলার সময় সেটি মারা যায়। অপর ঘটনাটি রিয়াবাড়ি বাগানের। সেখানে পরিচর্যার কাজ করার সময় শ্রমিকরা পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ দেখতে পান।
|
হাতির মৃত্যু রুখতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রুখতে বন সুরক্ষা কমিটির সদস্যদের হাজিরার ভিত্তিতে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল বন দফতর। সোমবার বৈঠকে এই সিদ্ধান্ত নেন বনমন্ত্রী হিতেন বর্মন। |