হরিপালে দু’টি বাসের ধাক্কায় জখম ৩৪ যাত্রী |
সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় জখম হলেন অন্তত ৩৪ জন যাত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটে হরিপালের গোপীনগরে আড়া মোড়ে ১২ নম্বর রুটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি ‘ননস্টপ’ বাস আরামবাগ থেকে কলকাতা যাচ্ছিল। উল্টো দিকে তারকেশ্বর থেকে ১২ নম্বর রুটের একটি বেসরকারি বাস শ্রীরামপুরে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’টি গাড়িই বেশ জোরে চলছিল। সকাল ৯টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। মুখোমুখি ধাক্কা লাগে বাস দু’টির। সরকারি বাসটি পাল্টি খেয়ে যায়। বেসরকারি বাসটি একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। দু’টি বাসেরই যাত্রীরা অল্পবিস্তর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধারে হাত লাগান। পরে হরিপাল থানা থেকে পুলিশ আসে। আহতদের প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ১১ জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। এক জনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাস দু’টিকে আটক করা হয়েছে। চালক খালাসি পলাতক।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু বালকের |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক কিশোরের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আরামবাগের বিক্রমপুর কালীতলার কাছে। মৃতের নাম বাপন পণ্ডিত (১৫)। বাড়ি আরামবাগ পুরসভার দু’নম্বর ওয়ার্ডের বাঁধপাড়ায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, ট্রাক্টরটি পিছন থেকে এসে ধাক্কা মারে। মারা যায় বাপন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক বলে জানায় পুলিশ।
|
মাহেশের এভারেস্ট স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের বার্ষিক উৎসব ‘এসো মাতি আনন্দে’ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল। ওই উপলক্ষে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ক্লাবের গণ্ডী ছাড়িয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের চেশায়ার হোমে। |