টুকরো খবর
গার্ডেনরিচ প্রসঙ্গ এড়িয়ে গেলেন অমর্ত্য
বলার আছে, কিন্তু বলছেন না। গার্ডেনরিচ কাণ্ড নিয়ে কার্যত এ ভাবেই নিজের মনোভাব গোপন রাখলেন অমর্ত্য সেন। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক হোটেলে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ধর্ষণের মতো অপরাধ, দিল্লির ঘটনা, জনস্বাস্থ্য এবং চিকিৎসার মতো বিষয়ের পাশাপাশিই উঠে আসে গার্ডেনরিচে পুলিশকর্মীর মৃত্যুর বিষয়টিও। গার্ডেনরিচ কাণ্ড নিয়ে মতামত চাওয়া হলে হাসতে হাসতেই অমর্ত্য বলেন, “এই নিয়ে বলতেই পারি। কিন্তু বললে কাগজে, টিভিতে সেটাই একমাত্র হেডলাইন হয়ে দাঁড়াবে। বাকি কথাগুলি হারিয়ে যাবে।” তার পরেই ছত্তীসগঢ়ে এক মহিলার প্রতি পুলিশি অত্যাচারের প্রসঙ্গও এল সাংবাদিকদের প্রশ্নে। অমর্ত্য সেন বললেন, “রাষ্ট্র যেখানে আইন এবং প্রশাসনকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে হিংসা ঘটাচ্ছে, আমাদের প্রতিবাদ করতে হবে। সেটিই গণতন্ত্র।” ধর্ষণের মতো ঘটনা প্রসঙ্গে অমর্ত্যের অভিমত, কলকাতাও নিশ্চিন্ত থাকতে পারে না। জানালেন, দিল্লিতে ধর্ষণের সংখ্যা কলকাতার ৯ গুণ। তার পরই বেঙ্গালুরু এবং মুম্বই। “সংখ্যাটা কম বলে আমরা খুশি হতে পারি, কিন্তু নিশ্চিন্ত হতে পারি না,” বললেন তিনি।

অ্যাবেকার বিক্ষোভ
ছিল না ‘অনুমতি’। বিদ্যুত্‌ গ্রাহকদের একটি সংগঠন অ্যাবেকার জনা দেড়শো সমর্থক সোমবার অনায়াসেই পৌঁছে গেলেন পুরভবনে পশ্চিমবঙ্গ বিদ্যুত্‌ নিয়ন্ত্রণ কমিশনের অফিসে। ততক্ষণে অবশ্য নিরাপত্তারক্ষীরা মূল ফটক ভিতর থেকে আটকে দেন। সাময়িক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানায় পুলিশ। মাসুলবৃদ্ধি-সহ একাধিক দাবিতে দিনভর বিধাননগর পুরভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করে অ্যাবেকা। পরে বিদ্যুত্‌ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রসাদরঞ্জন রায়ের কাছে বিক্ষোভকারীরা দাবি সনদ পেশ করেন।

গুলি-সহ ধৃত দুই
এ বার বিহারের মুঙ্গের থেকে পাচার হয়ে আসা ৯ এমএম পিস্তলের গুলিসমেত ধরা পড়ল দুই যুবক। সোমবার হাওড়া স্টেশন চত্বর থেকে। ধৃতদের নাম মহম্মদ ছোট্টু এবং মহম্মদ সাদ্দাম। তাদের বাড়ি মুঙ্গেরে। মিলেছে ১৩০ রাউন্ড গুলি। এর মধ্যে ৯ এমএম পিস্তলের গুলি ১০ রাউন্ড আর দেশি রিভলভারের গুলি ১২০ রাউন্ড। উল্লেখ্য, গার্ডেনরিচ কাণ্ডের পরে সম্প্রতি তৃণমূলের এক শীর্ষ নেতাও আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, মুঙ্গেরের অস্ত্রশস্ত্র এখানে ঢুকছে এবং তা ছড়িয়ে পড়েছে গার্ডেনরিচে। তদন্তকারীদের ধারণা, ধৃতেরা মূলত ‘ক্যারিয়ার’।

২৫ তারিখে আসছেন শিন্দে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে ২৫ ফেব্রুয়ারি কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দক্ষিণ ২৪ পরগনার একটি জনসভায় এ কথা জানান। কথা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী নাগাল্যান্ড সফর শেষে আজ, মঙ্গলবার কলকাতায় আসবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আজই তাঁকে দিল্লিতে ফিরতে হচ্ছে। শিন্দে এর আগে অন্য এক দিন কলকাতায় আসতে চেয়েছিলেন। তখন মুখ্যমন্ত্রীর সময় হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এ বার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই ২৫ তারিখের সফর ঠিক হয়েছে। ওই দিন গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে দিল্লিতে সরকারি ছুটি থাকবে। সংসদের অধিবেশনও বন্ধ। সেই জন্যই ওই দিনটি বেছে নেওয়া হয়েছে। তবে সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।

পুলিশ পিটিয়ে
কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে সোমবার দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম দেবাশিস চক্রবর্তী ও সমরজিৎ রায়। সল্টলেকে রাস্তার গার্ডরেল সরানোর দাবি নিয়ে পুলিশকর্মীদের সঙ্গে বচসা বাধে তাদের। তখনই তারা এক পুলিশকর্মীর গায়ে হাত তোলে বলে অভিযোগ। বিধাননগর এসিজেএম আদালত দু’জনকেই ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছে।

পথ নিরাপত্তা সপ্তাহ
—নিজস্ব চিত্র।
এক সময়ে তাঁর হাতে কলকাতার ট্রাফিক ব্যবস্থার বড়সড় পরিবর্তন ঘটেছিল। সেই সুরজিত্‌ কর পুরকায়স্থই বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার। সোমবার আলিপুর বডিগার্ড লাইন্সে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে এক অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে নবনিযুক্ত নগরপাল বলেন, “এখানে এসে মনে হচ্ছে যেন ঘরে ফিরলাম।” পুলিশ কমিশনার ছাড়াও ছিলেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুপ্রতিম সরকার, ডিসি (ট্রাফিক) দিলীপ আদক, অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী জুন মালিয়া ও শ্রীলেখা মিত্র।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.