টুকরো খবর
এক ধাপ এগোলো ফোরজি প্রযুক্তিতে কথা বলার পরিষেবা চালুর সম্ভাবনা
এ বার ফোরজি স্পেকট্রামের মধ্যে দিয়ে মোবাইল ফোনে কথা বলার পরিষেবাও চালু করার অনুমতি দিল টেলিকম কমিশন। সে ক্ষেত্রে মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও ইনফোকম-সহ যে সব সংস্থার হাতে ওই স্পেকট্রাম রয়েছে, তারা এই পরিষেবা আনার সুযোগ পাবে। তবে এ জন্য তাদের অতিরিক্ত ফি বাবদ ১৬৫৮ কোটি টাকা দিতে হবে।সোমবার এ কথা জানিয়ে কমিশনের চেয়ারম্যান তথা টেলিকম সচিব আর চন্দ্রশেখর বলেন, যাদের হাতে ইন্টারনেট পরিষেবার লাইসেন্স (আইএসপি) এবং ফোরজি স্পেকট্রাম রয়েছে, তারা অতিরিক্ত ওই অর্থ দিয়ে মোবাইলে কথা বলার পরিষেবাও দিতে পারবে। এ জন্য ইউনিফায়েড লাইসেন্স নিতে হবে তাদের। তিনি অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দেবেন টেলিকম মন্ত্রী কপিল সিব্বল। সংশ্লিষ্ট মহলের মতে, এর ফলে এক দিকে, ফোরজি স্পেকট্রাম জেতা সংস্থাগুলি নতুন ব্যবসায় নামার সুযোগ পাবে। কিন্তু একই সঙ্গে সেই পরিষেবা চালু করতে তাদের বাড়তি খরচ হবে। তবে কত দ্রুত তারা এই পরিষেবা চালু করবে তা স্পষ্ট নয়। রিলায়্যান্স গোষ্ঠীর কোনও মন্তব্যও এ দিন জানা যায়নি। প্রসঙ্গত, ২০১০-এ বিডব্লিউএ (ফোরজি) স্পেকট্রাম জিতেছিল রিলায়্যান্স জিও ইনফোকম (তৎকালীন ইনফোটেল ব্রডব্যান্ড), ভারতী এয়ারটেল, এয়ারসেল, কোয়ালকম, টিকোনা ডিজিট্যাল ও অগ্যার। একমাত্র রিলায়্যান্স-ই দেশ জুড়ে এই স্পেকট্রাম জেতে। এখনও পর্যন্ত তারা কমপক্ষে ৩৫০ কোটি ডলার লগ্নি করলেও, পরিষেবা চালু করেনি।

স্পেনসার্সের সংস্থা-চরিত্র নিয়ে সিদ্ধান্ত মার্চের মধ্যেই
স্পেনসার্সের আলাদা সংস্থা-চরিত্র কেমন হবে, তার সিদ্ধান্ত হয়ে যাবে মার্চের মধ্যেই। পাশাপাশি, ৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র গড়তে উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রস্তাবও জমা দিয়েছে নয়ডা ইন্ডাস্ট্রিয়াল অথরিটির সঙ্গে আরপি-সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি সংস্থা এনপিসিএল। গোষ্ঠীর কর্ণধার সঞ্জীব গোয়েন্কা বলেন, মার্চ মাসের শেষেই ঠিক হয়ে যাবে যে, ব্যবসা বাড়াতে ভবিষ্যতে স্পেনসার্স কোন পথে হাঁটবে। সে ক্ষেত্রে সিইএসসি থেকে আলাদা করে স্পেনসার্স-কে পৃথক একটি সংস্থায় পরিণত করা হতে পারে। আবার সিইএসসি-র সঙ্গে থেকেও বাজারে প্রথম বার শেয়ার ছাড়তে পারে তারা। দুই পরামর্শদাতা সংস্থা কেপিএমজি এবং অ্যামবিট-এর রিপোর্ট হাতে পাওয়ার পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। খুচরো ব্যবসার বাজারে দখল বাড়াতে আগামী ১০ মাসের মধ্যে কলকাতা-সহ কয়েকটি শহরে আরও ৩ লক্ষ বর্গ ফুট জায়গায় নতুন বিপণি খুলবে স্পেনসার্স। এর মধ্যে রাজারহাটের নিউটাউনে প্রায় ৪০ হাজার বর্গফুটের নতুন কেন্দ্রটি চালু হবে এপ্রিল মাসেই। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গোয়েন্কা দাবি করেন, চলতি অর্থবর্ষে স্পেনসার্সের বিপণিগুলিতে প্রতি বর্গ ফুটে মাসে বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১,২৩০ টাকা। গত বছরে যা ছিল ১,০৫০ টাকার কাছাকাছি। এ দিকে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) গোষ্ঠীর বিদ্যুৎ বণ্টন সংস্থা সিইএসসি-র নিট মুনাফা ৩৬% বেড়ে দাঁড়িয়েছে ৭৪ কোটি টাকা। আগের বছরের ওই একই সময়ের তুলনায় বিদ্যুৎ বিক্রি বেড়েছে প্রায় ৬%।

বহাল ব্যাঙ্ক ধর্মঘট
ধর্মঘটের দু’দিন, ২০ ও ২১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক বন্ধই থাকছে। সোমবার এ কথা জানিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স। যার কারণ হিসেবে সংগঠনের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ১০ দফা দাবিকে সমর্থন করা ছাড়াও, আর্থিক পরিষেবা ক্ষেত্রের নিজস্ব কিছু দাবিও রয়েছে। তাদের দীর্ঘ দিনের দাবিগুলির মধ্যে আছে ব্যাঙ্কিং সংস্কার ও আউটসোর্সিং বন্ধ করা, দ্রুত বেতন সংস্কার, মূল্যবৃদ্ধিতে রাশ টানা ইত্যাদি।

নতুন নিয়োগ
অম্বরীশ দাশগুপ্ত ভারতে কেপিএমজি-র ম্যানেজমেন্ট কনসাল্টিং ব্যবসার প্রধান নিযুক্ত হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.