টুকরো খবর
ক্লাবের জমি দখলের নালিশ
ঝান্ডা লাগানো জমি।—নিজস্ব চিত্র।
ক্লাবের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার অন্ডালের ঘটনা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। অন্ডালের এই বহুলা ইউনিয়ন ক্লাব ১৯১২ সালে প্রতিষ্ঠিত। বিভিন্ন সামাজিক কাজে তাঁরা যোগ দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ক্লাবের সম্পাদক অজিত দাস জানান, ক্লাব ভবনের অদূরে আট কাঠা জায়গা আছে। ওই জায়গাটি ঘিরে দেওয়ার জন্য তাঁরা কিছুদিন আগে সাতটি গর্ত করেছিলেন। কিন্তু পরে দেখেন, গর্তগুলিতে বাঁশ পুঁতে কে বা কারা তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়েছে।
পরে সোমবার সকালে তৃণমূল নেতা সন্দীপ সরকার, স্বপন মণ্ডলদের নেতৃত্বে বেশকিছু সমর্থককে ভিত কাটার কাজে দেখা যায় বলে অভিযোগ। স্থানীয় গ্রামপ্রধানের কাছে ক্লাবের পক্ষে এই বেআইনি কাজ বন্ধ করার জন্য লিখিত আবেদনও করা হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। তবে অভিযুক্ত সন্দীপ সরকাররা বলেন, “ক্লাবের সঙ্গে আমাদের কোনও বিবাদ নেই। ক্লাবের নামে জনাকয়েক জমি মাফিয়া অবৈধ ভাবে এলাকায় বেশকিছু জমি বিক্রি করে দিয়েছে। আমরা যেখানে বাঁশ পুঁতেছি সেখানে স্থানীয় বাসিন্দাদের জন্য কমিউনিটি হল করার পরিকল্পনা আছে।” পুলিশ জানিয়েছে, কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

শিল্পাঞ্চলে বন্ধ নিয়ে মিছিল
২০ ও ২১ ফেব্রুয়ারি শ্রমিক সংগঠনগুলির ডাকা বন্ধের বিরুদ্ধে মিছিল করল আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসি। সোমবার জামুড়িয়ার নর্থ সিহারশোল থেকে শুরু হয়ে এলাকা পরিক্রমা করে মিছিলটি। আবার এ দিনই বন্ধের সমর্থনে জামুড়িয়ার নিঘা ইমলি ধাওড়া থেকে ২ নম্বর জাতীয় সড়কের চাঁদামোড় পর্যন্ত মিছিলে হাঁটেন ডিওয়াইএফআইয়ের সমর্থকেরা। আইএনটিটিইউসি ছাড়া অন্য সবকটি শ্রমিক সংগঠনের সমন্বয় কমিটির উদ্যোগে জেকে নগর কোলিয়ারি এলাকায় সকালে বন্ধের পক্ষে মিছিলও হয়।

মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরীর গাড়ির সামনে বিক্ষোভ দেখালেন শহরের একটি বেসরকারি প্রতিবন্ধী কল্যাণকেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। সোমবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত একটি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধন করতে আসানসোলে আসেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। এ দিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে তাঁরা একটি দাবিপত্র মন্ত্রীর হাতে তুলে দেন। ওই স্কুলের শিক্ষক মাধব রায় জানান, কয়েকমাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন মেটানো এবং শিক্ষক শিক্ষিকাদের সরকারি স্বীকৃতির দাবিতে তাঁদের এই বিক্ষোভ। তাঁদের আরও অভিযোগ, স্কুল পরিচালন সমিতির অনমনীয় মনোভাবের কারণেই এই পরিস্থিতি। বিষয়গুলি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

মিলছে না জ্বালানি কয়লা, ক্ষোভ
দু’মাস ধরে জ্বালানি কয়লা না মেলায় সোমবার নিমচা কোলিয়ারির পার্সোনাল ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি। সংগঠনের নেতা রুস্তম খান জানান, দু’মাস ধরে জ্বালানি কয়লা মিলছে না। কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও প্রতিকার হচ্ছে না। ম্যানেজার অর্পণ ঘোষ জানান, বিষয়টি দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সেমিফাইনালে জেলা
বর্ধমান জেলা বাস্কেটবল নকআউটের সেমিফাইনালে উঠল বর্ধমান ক্লাব, জাতীয় সঙ্ঘ, শিবাজী সঙ্ঘ ও চিত্তরঞ্জনের অরবিন্দ অ্যাকাডেমি। শহরের অরবিন্দ স্টেডিয়ামে বর্ধমান ক্লাব ৬০-৪২ পয়েন্ট, অরবিন্দ অ্যাকাডেমি ৫৫-৪৪ পয়েন্টে দুর্গাপুর নেতাজী ভবনকে, জাতীয় সঙ্ঘ ৫৭-৫০ পয়েন্টে দুর্গাপুর তানসেন অ্যাথলেটিক ক্লাবকে হারায়। গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শিবাজী সঙ্ঘ সরকারি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে।

জয়ী বাংলাদেশ
কালনা সুপার সকারে মুখোমুখি হল বাংলাদেশের দুটি গ্রাম। কালনা সুপার সকার ক্লাবের উদ্যোগে মুখোমুখি হল অনূর্ধ্ব ১৪ বাংলাদেশের নারায়ণগঞ্জ ও পিপলন গ্রাম। পিপলন গ্রামের মাঠে বাংলাদেশ ৩-১ গোলে জেতে।

ট্রাফিক সচেতনতা অভিযান
পঞ্চাশ জন পড়ুয়াকে নিয়ে রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক সচেতনতা অভিযান আয়োজন করল পুলিশ। সোমবার জাতীয় সড়কের পঞ্জাবি মোড় এবং নেতাজি মূর্তির সামনে এই কর্মসূচি আয়োজিত হয়। পুলিশ জানায়, রানিগঞ্জ গার্লস কলেজের এই পঞ্চাশজন পড়ুয়াকে আগে ট্রাফিক সচেতনতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পথে ঘাটে মহিলাদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই পড়ুয়াদের সঙ্গে নেওয়া হয়েছে।

দুর্গাপুরে নেতা তাড়াল সিপিএম
সিটুর বর্ধমান জেলা কমিটি তথা দলের দুর্গাপুর (পশ্চিম) জোনাল কমিটির সদস্য রক্তিম চৌধুরীকে বহিষ্কার করল সিপিএম। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ওঠায় সোমবার জেলা কমিটির বৈঠকে তাঁকে তাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই সিপিএম বর্ধমানে ‘শুদ্ধকরণ’ অভিযানে জোর দিচ্ছে। কয়েক দফায় তিন হাজারেরও বেশি নেতা-কর্মীর সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক অমল হালদার বলেন, “ধাপে-ধাপে সমস্ত দুর্নীতিগ্রস্তদেরই তাড়ানো হবে।” বিতাড়িত নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কোথায় কী
আসানসোল
আন্ত জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৩। আসানসোল স্টেডিয়াম ও রবীন্দ্রভবন। সকাল সাড়ে ৯টা।

অন্ডাল
বইমেলা। রেলস্কুল মাঠ। বিকাল ৩টা। অন্ডাল বইমেলা কমিটি।

বর্ধমান
মিহির চৌধুরী কামিল্যার স্মরণসভা। বাবুরবাগ কামিল্যা ভবন। বিকেল ৫টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.