বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল কাশীপুর পঞ্চায়েত সমিতির এক সিপিএম সদস্যের বিরুদ্ধে। কাশীপুর থানা এলাকার এক তরুণী শনিবার পুলিশের কাছে সুবোধ মুর্মু নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। তার বাড়ি স্থানীয় পাড়াশোল গ্রামে। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। তরুণীর অভিযোগ, গত কয়েক বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন ওই যুবক। কিছু দিন আগে তিনি বিয়ে করে গ্রামে ফেরেন। এরপরেই ওই তরুণী তাঁর বিরুদ্ধে সহবাস ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। সুবোধের সঙ্গে কথা বলা যায়নি। কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সত্যরঞ্জন বাউড়ি বলেন, “সুবোধ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযোগ সত্যি হলে পুলিশের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”
|
পড়শিকে পিটিয়ে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে বাঘমুণ্ডি থানার কালিমাটি গ্রামের ঘটনা। নিহত লক্ষ্মী মুড়ার (৪৫) বাড়ি ওই গ্রামেই। তাঁকে খুন করার অভিযোগে পুলিশ আশুতোষ সিং মুড়া নামে একজনকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, লক্ষ্মীবাবু তাঁর বাড়ির কাছে আশুতোষকে ঘোরাঘুরি করতে মানা করেন। এ নিয়ে বচসা হয়। সেই সময় আশুতোষ লক্ষ্মীবাবুকে লাঠি দিয়ে পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে খুন করে বলে অভিযোগ। লক্ষ্মীবাবুর মেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
|
সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুলের ১২৫ বছর পূর্তি উৎসব শুরু হচ্ছে আজ সোমবার। অনুষ্ঠানের উদ্বোধন করতে আসার কথা রাজ্যপাল এম কে নারায়ণের। প্রশাসন সূত্রের খবর, সকাল সাড়ে ১০টায় আসছেন রাজ্যপাল। স্কুলের প্রধানশিক্ষক মনোরঞ্জন চোংড়ে জানান, দু’দিন ধরেই স্কুলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
|
এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত দিলীপ মাহাতো পুরুলিয়া মফস্সল থানা এলাকার বাসিন্দা। সরস্বতী পুজোর রাতে ওই বধূকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দিলীপের খোঁজ চলছে। |