এক সিপিএম কর্মী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাত্রসায়রের চার তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন পাত্রসায়র থানার কাঁটাদিঘি গ্রামের বাসিন্দা আনিস জমাদার, শেখ আনোয়ার, কাঁকরডাঙার বাসিন্দা বাদল রায় ও বালসি গ্রামের বাসিন্দা লালচাঁদ মাঝি।
রবিবার ভোরে বাড়ি থেকে তাঁদের ধরা হয়। বিষ্ণুপুর আদালতে তাঁদের হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। গত বছরের ১৮ অগস্ট পাত্রসায়র বাসষ্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে সিপিএম কর্মী লিয়াকত মিদ্যাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে।
ওই ঘটনায় তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়-সহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “অভিযুক্ত চারজনকে ধরা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।” অপর অভিযুক্ত স্নেহেশবাবুর দাবি, “ধৃতেরা সকলেই আমাদের দলের নিরীহ কর্মী। ঘটনার সময় তাঁরা ধারে কাছে ছিলেন না।” |