সন্তুর পরিবেশন করছেন শিল্পী |
রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি সঙ্গীত উৎসব করল সিউড়ির অলঙ্কার সঙ্গীত মহাবিদ্যালয়। ‘অলঙ্কার সঙ্গীত সন্ধ্যা’ নামে গত ৮-১০ ফেব্রুয়ারি স্থানীয় ডিআরডিসি হলে ওই সঙ্গীতানুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রথম দুই সন্ধ্যায় প্রখ্যাত শিল্পীরা খেয়াল, তবলা, সন্তুর ও ফ্লুটে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন। শেষ দিন বাইরের কয়েক জন শিল্পী ঠুংরি, ভজন ও বাংলা রাগ প্রধান গেয়ে শোনান। তাতে যোগ দেন স্থানীয় শিল্পীরাও। ওই উৎসবে ‘সারা রাজ্য খেয়াল গানের প্রতিযোগিতা’রও আয়োজন করা হয়।
|
বোলপুরের সুরুল গ্রাম থেকে প্রকাশিত হয় ‘কবিতায়ন’। এতদিন সেই লিটল ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ই। কবির প্রয়াণের পর সম্প্রতি তাঁকে নিয়েই একটি সংখ্যা বের করেছে ‘কবিতায়ন’। এই পত্রিকার সম্পাদক চারুচন্দ্র রায়ের নেওয়া সুনীল গঙ্গোপাধ্যায়ের দু’টি দীর্ঘ সাক্ষাৎকার এই সংখ্যার সম্পদ।
|
আমোদপুরের বাসিন্দা, স্কুলশিক্ষক অতনু বর্মণ দীর্ঘদিন আগেই একাধিক বৈদ্যুতিন মাধ্যমে হাস্যকৌতুক পরিবেশন করে বিশেষ পরিচিতি লাভ করেছেন। সমান সমাদৃত হয়েছে তাঁর লেখা বীরভূমের কথ্য আঞ্চলিক ভাষার কবিতাও। এ বার ‘নাটুকে ছড়া’ নামে একটি ছড়ার বই প্রকাশ করলেন অতনুবাবু। ২০৫টি ছড়ার ওই সংকলনটি সংগ্রহে রাখার মতো। সংকলিত ছড়াগুলি সিউড়ি থেকে প্রকাশিত ‘আননায়ুধ’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছে।
|
ক্ষীরের পুতুলের একটি দৃশ্য। |
গত ১৩ ফেব্রুয়ারি বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠান করল সিউড়ি স্টেট ওয়েলফেয়ার হোম। হোম প্রাঙ্গণে হওয়া ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিল ওই আবাসিক ও স্থানীয় কলেজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল অবলম্বনে পড়ুয়াদের অভিনীত নৃত্যনাট্যটি সকলের প্রশংসা পেয়েছে।
|