শীতের আমেজ ফিরিয়ে এনে দিনভর কাটল ঝিরঝিরে বৃষ্টিতে।
বিকেলে কোথাও কোথাও অবশ্য রোদেরও দেখা মিলল। সিউড়িতে তোলা তাপস বন্দ্যোপাধ্যায়ের ছবি।
|
দুবরাজপুরে ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।
|
নলহাটিতে সব্যসাচী ইসলামের তোলা ছবি।
|
শান্তিনিকেতনে। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
|
বৃষ্টিতে পিছল রাস্তা। হেলমেট ছাড়াই মোটরবাইকে বিপজ্জনক যাত্রা।
রবিবার বাঁকুড়া শহরে ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ।
|
ফিরে পেলাম: রবীন্দ্র-স্মৃতি বিজড়িত এগারোটি দুর্মূল্য সামগ্রী উপহার পেল বিশ্বভারতী। রবিবার ওই সামগ্রীগুলি
রবীন্দ্রভবনে দান
করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও
অন্নদাশঙ্কর রায়ের ছেলে
আনন্দরূপ রায়। সামগ্রীগুলির অন্যতম, ভিক্টোরিয়া ওকাম্পোকে উপহার দেওয়া
রবীন্দ্রনাথের একটি চশমা ও চাদর।
এ ছাড়া আছে, কবির গলায় কর্ণ-কুন্তী-সংবাদ
ও কৃষ্ণকলি গানটির ৭৮ আরপিএম রেকর্ডও। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী |