বেড়াতে এসে বৃষ্টি ভেজা বহরমপুরে আটকে পড়েছেন পর্যটকরা। তেমনই রবিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাবার স্মৃতিতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার খেলা লালবাগে বৃষ্টির কারণে বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। একই ভাবে বৃষ্টিতে বাংলা ক্রিকেট একাদশ বনাম বাংলাদেশ ক্রিকেট একাদশের দ্বিতীয় দিনের খেলা বহরমপুরে এদিন শুরুই হয়নি। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ ভেস্তে যায়। এদিন সকাল থেকে তুমুল বৃষ্টিতে জেলার বিভিন্ন রুটে স্বাভাবিক বাস চলাচল করেনি। অটো-ট্রেকারও বেলা বেড়তেই উধাও হয়ে যায়। বহরমপুরে রাস্তাঘাট ছিল ফাঁকা। বেশ কয়েকটি স্কুলে বৃষ্টির কারণে সরস্বতী প্রতিমা নিরঞ্জন হয়নি।
|
শনিবার রাত থেকে কখনও ঝিরঝিরে, কখনও মুষল ধারায় যে বৃষ্টি শুরু হয়েছে, তা রবিবার বিকেল পর্যন্ত চলেছে। ফলে প্রায় ঘরবন্দি হয়ে কাটাতে হচ্ছে পর্যটকদের। হঠাৎ পড়ে পাওয়া শুক্র থেকে রবিটানা তিন দিন ছুটিতে মুর্শিদাবাদে বেড়াতে এসেছেন বিভিন্ন পর্যটক। বৃহস্পতিবার রাতে বহরমপুরে নেমে তাঁরা বিভিন্ন হোটেলে রয়েছেন। কেউ আবার বেছে নিয়েছেন লালবাগের হোটেল। কিন্তু আবহাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা সকলেই। কলকাতার রাজারহাটের বাসিন্দা গার্গী গঙ্গোপাধ্যায় যেমন বলেন, “মূলত ইতিহাসের আগ্রহে তিন দিনের ছুটিতে ছেলেময়েদের নিয়ে লালবাগ বেড়াতে এসে দুর্ভোগে পড়তে হল। তুমুল বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে বহরমপুরের ডাচ সমাধি, ওয়ারেন হেস্টিংস-এর স্ত্রী ও মেয়ের সমাধিস্থল-সহ কয়েকটি এলাকা ঘুরে দেখি। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় ঘুরে তাড়াতাড়ি হোটেলে ফিরে আসতে হয়েছে। ভিজেওছি।”
|
একে ছুটির দিন। তার উপরে শীতের বৃষ্টি। জল-কাদায় মাখামাখি বহরমপুর বাসস্ট্যান্ড চত্বর। সকাল থেকেই রাস্তায় ভিড় ছিল না বললেই চলে। ফলে অন্য দিনের তুলনায় বেসরকারি বাসও পথে নেমেছে কম। সন্ধ্যার পর থেকে হাতেগোনা কয়েকটি বাস চলেছে। বাস মালিক পিন্টু বিশ্বাস বলেন, “এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন রুটের বাসে যাত্রী সংখ্যা ছিল না বললেই চলে। বৃষ্টিতে বাসের যাত্রী সংখ্যা পঞ্চাশ শতাংশ কমে গিয়েছে। বৃষ্টি কমলে যাত্রী সংখ্যা বাড়বে বলে ভাবলেও তা কিন্তু হয়নি। ফলে আমার সব বাস এদিন পথে নামাইনি।” অটো ও ট্রেকার কম চলাচল করেছে।
|
কিন্তু মুশকিল হয়েছে বহরমপুর থেকে রিকশাও উধাও হয়ে যাওয়ায়। বিভিন্ন পঞ্চায়েত এলাকার চালকেরা রিকশা নিয়ে বহরমপুরে আসতে পারেননি। এতে রিকশার দাপাদাপি কমেছে ঠিকই। কিন্তু বেড়ে গিয়েছে রিকশা ভাড়া। শহরের মধ্যে যাতায়াতে রিকশাই ভরসা। যেখানে ১০ টাকা ভাড়া, সেখানে এদিন ১৫-২০ টাকা ভাড়া নিয়েছেন কিছু রিকশা চালক। তাঁদের কথায়, বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে কোনও যাত্রী, পুরসভা বা প্রশাসন তো দায়িত্ব নেবে না। ফলে রুজির তাগিদে যদি এই সময়ে ৫-১০ টাকা বেশি নিয়ে কোনও অন্যায় হয়নি।
|
কামদাকিঙ্কর মুখোপাধ্যায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রীক ফুটবল ম্যাচ শনিবার থেকে বান্ধব সমিতির ময়দানে শুরু হয়েছে। এদিন ছিল মুর্শিদাবাদের বান্ধব সমিতি বনাম হরিহরপাড়ার ভাই ভাই ক্লাবের লড়াই। আহ্বায়ক স্বপন ভট্টাচার্য বলেন, “শনিবার গভীর রাতে থেকে বৃষ্টি শুরু হওয়ায় এদিন মাঠে জল জমে যায়। মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে ওই ফুটবল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে জানাব।” শনিবার থেকে বহরমপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৫ বাংলাদেশ একাদশ বনাম বাংলা একাদশের দু’দিনের ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে। বাংলাদেশ ৭১ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করে ইনিংস ঘোষণা করে। এদিন বাংলা একাদশের ব্যাট করার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে ম্যাচ শুরুই করা যায়নি।
|
জেলা কৃষি দফতরের সিনিয়র মেটরোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিগমানন্দ পাল বলেন, “শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত বহরমপুরে বৃষ্টি হয়েছে ১৬.৪ মিলিমিটার। অন্য দিনের তুলনায় এ দিন তাপমাত্রাও ছিল কম। বহরমপুরে এদিন সর্বোচ্চ ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি তাপমাত্রা ছিল।” |