টুকরো খবর |
মিছিলে আক্রান্ত গণজাগরণ মঞ্চ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
তৃণমূলের সভা চলাকালীন মিছিল করতে গিয়ে আক্রান্ত হল গণজাগরণ মঞ্চ। রবিবার হলদিয়ার মাতঙ্গিনী মোড়ে এরপরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দু’পক্ষই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে। তবে, কেউ গ্রেফতার হয়নি। এ দিন বেলা সাড়ে ১০টা নাগাদ বন্ধ বিরোধিতায় মাতঙ্গিনী মোড়ে পথসভা করছিল তৃণমূল। ওই এলাকাতেই শ্রমিক ছাঁটাই ও নন্দীগ্রামের রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথসভা করার জন্য দিন কুড়ি ধরে প্রশাসনে আবেদন করেও অনুমতি পায়নি গণজাগরণ মঞ্চ। সেই ক্ষোভেই এ দিন তৃণমূলের পথসভা চলাকালীন মিছিল করছিল তারা। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর চড়াও হয়। গণজাগরণ মঞ্চের নেতা দুলাল ভৌমিকের অভিযোগ, “সঞ্জীব পট্টনায়েকের নেতৃত্বে তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালালে আমাদের এক মহিলা-সহ ৫ জন জখম হয়েছেন।” এলাকার প্রবীণ তৃণমূল কাউন্সিলর কমলা পট্টনায়েকের ছেলে সঞ্জীব পট্টনায়েকের পাল্টা অভিযোগ, “গণজাগরণ মঞ্চের সভা করার অনুমতি ছিল না। সেই রাগে ওরা সভায় চড়াও হলে আমরা প্রতিরোধ করেছি। আমাদের এক মহিলা-সহ তিন জন আক্রান্ত।” হলদিয়ায় মিছিল-মিটিং করার অনুমতি মিলছে না বলে বিরোধী রাজনৈতিক দলগুলি আগেও অভিযোগ জানিয়েছে। এ দিনও দুলাল ভৌমিক অভিযোগ করেন, “আমরা একই এলাকাতে একই সময় সভা করার আবেদন জানিয়েও অনুমতি পাইনি। অথচ, তৃণমূল পরে আবেদন করে অনুমতি পেয়ে গেল। পুলিশ ওদের হয়ে কাজ করছে।” হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতির জবাব, “শৃঙ্খলার দিকটি খতিয়ে দেখেই আমরা অনুমতি দিয়ে থাকি। গণজাগরণ মঞ্চের সভায় আইনশৃঙ্খলার অভাব দেখেই হয়তো থানা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখব।”
|
দ্রুত অঙ্গনওয়াড়ি পরিদর্শক নিয়োগে ব্যবস্থা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অঙ্গনওয়াড়ির পরিদর্শক নিয়োগ দ্রুত করতে পদক্ষেপ করছে প্রশাসন। জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি দেখভালের জন্য যত জন পরিদর্শক থাকার কথা, তার মাত্র এক তৃতীয়াংশ আছেন। প্রথম ধাপে ৪২ জন পরিদর্শক নিয়োগের জন্য গত বছর পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রায় সাড়ে ১০ হাজার আবেদন জমা পড়েছিল। সাড়ে ৮ হাজার আবেদনকারী পরীক্ষায় বসেন। তারপর আর নিয়োগ প্রক্রিয়া এগোয়নি। সম্প্রতি তা শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ এসেছে। তাই তড়িঘড়ি খাতা দেখা হয়। চলতি মাসের মধ্যেই পরিদর্শক নিয়োগের কাজ শেষ হয়ে যাবে বলে প্রশাসনিক কর্তাদের আশা। জেলার অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত বলেন, “পরিদর্শক নিয়োগের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য। আমরা খাতা দেখে সময়ের মধ্যে রাজ্যের কাছে তালিকা পাঠিয়ে দিচ্ছি।” পশ্চিম মেদিনীপুরে ৯০০৯টি অঙ্গনওয়াড়িতে ৩৯৪ জন পরিদর্শক থাকার কথা, আছেন মাত্র ১৩১ জন। অঙ্গনওয়াড়িতে কর্মী ও প্রশিক্ষকের সংখ্যাও কম। ৫৪৮টি কেন্দ্রে প্রশিক্ষক ও ৮৮১টি কেন্দ্রে কর্মী নেই। কর্মী নিয়োগেও দ্রুত পদক্ষেপ করা হবে বলে আইসিডিএসের জেলা প্রকল্প আধিকারিক প্রবীর সামন্ত জানন।
|
পুলিশ পৌঁছতে দেরি, ভাসল দেহ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রূপনারায়ণের চরে পড়েছিল অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ। খবর পেয়েও পুলিশ আসে প্রায় পাঁচ ঘণ্টা পরে। ততক্ষণে জোয়ারের টানে ভেসে গিয়েছে মৃতদেহ। শনিবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় তমলুক শহরের উত্তরচড়া শঙ্করআড়ায়। তমলুক শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দাদের দাবি, সকাল থেকে দুপুর পর্যন্ত রূপনারায়ণের তীরে কোমরে দড়ি বাঁধা অবস্থায় শাড়ি পরিহিতা এক মহিলার মৃতদেহ পড়ে ছিল। তমলুক পুরসভার স্থানীয় কাউন্সিলর রবীন্দ্রনাথ সেনের অভিযোগ ‘‘উত্তরচড়ায় নদীতীরে এক মহিলার মৃতদেহ পড়ে আছে বলে সকাল ৯টার আগেই তমলুক থানায় আমি ফোন করে জানিয়ে দিয়েছলাম। কিন্তু পুলিশ তা উদ্ধার করেনি বলে পরে জানতে পারি। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক।” থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ঘটনাস্থলে আসতে এত দেরি কেন? তমলুক থানার ওসি অরুণ খান বলেন, “প্রথমে আমরা জানতে পারি দক্ষিণচড়া শঙ্করআড়ায় ওই মৃতদেহ রয়েছে। কিন্তু সেখানে গিয়ে কিছু পাওয়া যায়নি। পরে উত্তরচড়া শঙ্করআড়ায় পুলিশ যায়। ততক্ষণে মৃতদেহ জোয়ারের স্রোতে ভেসে গিয়েছে। খোঁজ করেও তা পাওয়া যায়নি।” স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া, ওই দুই এলাকার মধ্যে এতটা দূরত্ব নয় যে পাঁচ ঘণ্টা লেগে যাবে।
|
নকল রসিদ ছাপায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট সেজে জরিমানা আদায়ের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে নকল রসিদ ছাপার অভিযোগে পূর্ব মেদিনীপুরের মেচেদা বাজারের এক ছাপাখানার মালিককে আটক করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক বাসিন্দা কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট সেজে কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ি আটকে জরিমানা আদায় করতেন। সম্প্রতি কলকাতার রাস্তায় এক পুলিশকর্মীর গাড়ি আটকে জরিমানা আদায় করার সময় ধরা পড়ে যান তিনি। তাঁর কাছ থেকে কলকাতা পুলিশের নকল পরিচয়পত্র ও জরিমানা আদায়ের বেশ কিছু জাল রসিদ বই উদ্ধার করে ময়দান থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পারে মেচেদায় একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি। মেচেদারই এক ছাপাখানায় নকল রসিদ বই ছাপানো হত। শনিবার মেচেদা বাজারে হানা দিয়ে ওই ছাপাখানার মালিক তপন রায় ও ডিটিপি অপারেটর প্রশান্ত মান্নাকে গ্রেফতার করে পুলিশ।
|
ধৃত ‘মাওবাদী’র পুলিশ হেফাজত |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদী সন্দেহে ধৃত ইন্দ্রজিৎ কর্মকারকে পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। শনিবার বিকেলে বেলপাহাড়ির শিমূলপাল অঞ্চলের শাঁখাভাঙা গ্রামের লাগোয়া জঙ্গল থেকে ইন্দ্রজিৎকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহ, খুন, হামলা ও নাশকতার ২৪টি মামলায় অভিযুক্ত ইন্দ্রজিৎকে রবিবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হয়। অভিযুক্তের আইনজীবী দেবনাথ চৌধুরী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল দীর্ঘ কয়েক বছর যাবত কেরালার একটি সংস্থায় শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি তিনি শাঁখাভাঙা গ্রামের বাড়িতে ফেরেন। বাম সরকারের আমলে পরিকল্পিত ভাবে ইন্দ্রজিৎকে একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছিল বলে দেবনাথবাবুর অভিযোগ। পুলিশের অবশ্য দাবি, মাওবাদী নেতা শ্যামলের স্কোয়াডের সদস্য ইন্দ্রজিৎ দীর্ঘদিন গা-ঢাকা দিয়েছিলেন। ২০১০ সালের ২৪ ডিসেম্বর বেলপাহাড়ির চিরুগোড়া গ্রামে পুলিশের চর সন্দেহে এক ব্যক্তিকে খুনের মামলায় ইন্দ্রজিৎকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত এসিজেএম সুপর্ণা রায়।
|
অনিয়ম, ধৃত প্রধান শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সর্বশিক্ষা মিশনে মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার করা হল স্কুলের প্রধান শিক্ষককে। শনিবার কাঁথি থানার পুলিশ কাঁথি ১ ব্লকের কন্টাই বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলেন্দু মান্নাকে গ্রেফতার করে। একই অভিযোগে অভিযুক্ত বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা দুলালপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য বিমল জানা পলাতক বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারী অফিসার শম্ভুনাথ রুইদাস জানান, কাঁথি ১ ব্লকের কন্টাই বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে স্থানীয় গ্রামবাসীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে জেলাশাসক ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতে কাঁথি ১ ব্লক উন্নয়ন আধিকারিক মাসুদ আলম তদন্ত করে ১ লক্ষ ৭৪ হাজার টাকার গরমিল পান। এর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কাঁথি থানার পুলিশ। তার ভিত্তিতে ওই দিনই প্রধান শিক্ষক বিমলেন্দু মান্নাকে গ্রেফতারের পর কাঁথি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।
|
বধূ হত্যা, ধৃতদের জেলহাজত |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বধূ-হত্যায় অভিযুক্ত শ্বশুরবাড়ির তিন সদস্যকে ১৪ দিনের জেল হাজতে পাঠাল আদালত। স্থানীয় সূত্রে খবর, মাস ছয়েক আগে গোয়ালতোড়ের আমকোপা পঞ্চায়েতের লক্ষ্মণপুর গ্রামের সোমা কুণ্ডুর (১৮) সঙ্গে বিয়ে হয়েছিল গ্রামেরই বাসিন্দা অরূপ কুণ্ডুর। অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে অত্যাচার চলত সোমার উপর। তার জেরেই শুক্রবার রাতে সোমাকে খুন করা হয় বলে বাপের বাড়ির লোকেদের অভিযোগ। অভিযোগ পেয়ে শনিবার পুলিশ সোমার শাশুড়ি শোভা কুণ্ডু, দেওর স্বরূপ কুণ্ডু ও পিসিশাসুড়ি অসীমা দে-কে গ্রেফতার করে। এই তিন জনকে রবিবার মেদিনীপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। যদিও ঘটনায় অন্যতম অভিযুক্ত বধূর স্বামী ও শ্বশুর পলাতক। তাঁদের খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
জাল নোট, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জাল নোট চক্রে জড়িত সন্দেহে শনিবার নয়াগ্রাম থানার বালিগেড়িয়া এলাকা থেকে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। ধৃত বছর পঞ্চাশের হরিহর তরাইয়ের বাড়ি গোপীবল্লভপুর থানার শাসড়া গ্রামে। শনিবার দুপুরে বালিগেড়িয়ায় একটি দোকানে কয়েকজনকে নিয়ে কেনাকাটা করতে আসেন হরিহরবাবু। দোকানদারকে পাঁচশো টাকার নোট দিয়েছিলেন তিনি। দোকানদারের সন্দেহ হয়। তখন পালানোর চেষ্টা করেন হরিহরবাবু। শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে যান। হরিহরবাবুর সঙ্গীরা অবশ্য পালিয়ে যান। পুলিশের দাবি, হরিহরবাবুর কাছ থেকে চারটি পাঁচশো টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে হরিহরবাবুকে ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক সুপর্ণা রায়।
|
পথে নামছে তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকা বন্ধের বিরোধীতায় পথে নামছে তৃণমূল। আজ, সোমবার এবং মঙ্গলবার দু’দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে সভা-মিছিল করা হবে বলে জানিয়েছেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়। আগামী ২০ ও ২১ তারিখ বন্ধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। দীনেনবাবু বলেন, “বন্ধ মানুষ পছন্দ করেন না। এর ফলে মানুষেরই সমস্যা হয়। বন্ধের বিরুদ্ধে জনমত সংগঠিত করতেই পথে নামছি।”
|
জেলে অনশন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সংসদ হানায় অভিযুক্ত আফজল গুরুকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে রবিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অনশন করলেন মাওবাদী সন্দেহে ধৃত প্রায় ৪০ জন বন্দি। এঁদের মধ্যে ছত্রধর মাহাতো, রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়, সুদীপ চোঙদার ছিলেন। ফাঁসির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এই অনশন বলে জেল সূত্রে খবর।
|
বধূ হত্যা, ধৃত ৪ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বধূ হত্যার অভিযোগে শ্বশুরবাড়ির চার জনকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার চৈতন্যপুরের রামপুরে সুবর্ণা গুড়িয়া দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সুতাহাটা থানায় মৃতার মা অঞ্জলি গুড়িয়ার অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের আদালতে হাজির করানো হলে এসিজেএম দেবকুমার সুকুল জেল হাজতের নির্দেশ দেন।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের তালপুকুরে। দুর্ঘটনায় মৃত বুদ্ধদেব বেরা (৩৫) এক্সাইডের কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে কাজ সেরে হলদিয়া থেকে মোটরবাইকে বারবাজিতপুরের বাড়িতে ফিরছিলেন বুদ্ধদেববাবু। সেই সময়ই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে।
|
পুলিশি অভিযান |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বেআইনি নির্মাণের বিরুদ্ধে শনিবার মন্দারমণিতে অভিযান চালাল রামনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দুই নির্মাণকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রামনগর থানার তাজপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে শেখ রহিম নামে এক জনকে গ্রেফতার করা হয়। |
|