পুরুষদের টিম যেটা এখনও করে দেখাতে পারেনি, মেয়েদের ক্রিকেটে সেই ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। এই নিয়ে ছ’বার মেয়েদের বিশ্বকাপ জিতে গেল তারা। অন্য দিকে, আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করা ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। লেখা হল না ক্যারিবিয়ান রূপকথা।
মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে এ দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এবং শুরু থেকেই বুঝিয়ে দেয়, ছ’নম্বর ট্রফি জিততে কত মরিয়া তারা। দুই ওপেনার মেগ ল্যানিং (৩১) এবং রেচেল হেনস (৫২) যে ভিতটা গড়ে দিয়েছিলেন, তার উপর রানের বড়সড় ইমারত গড়ে দেন তিন নম্বরে নামা জেস ক্যামেরন। |
৭৬ বলে ম্যাচের সেরা জেসের ৭৫-ই অস্ট্রেলিয়ার ২৫৯-৭ তোলার অন্যতম কারণ। তাঁর সামনে একেবারেই পাল্টা লড়াই দিতে পারেননি ক্যারিবিয়ান বোলাররা।
জবাবে ব্যাট করতে নেমে কোনও সময়ই জেতার সম্ভাবনা দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ফাইনালে তাঁদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর উইকেটকিপার-অধিনায়ক মেরিয়া আগুইলেরার ২৩।
৪৩.১ ওভারেই ১৪৫ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দশ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এলিস পেরি। ২২ বছরের পেরি এ দিন গোড়ালির চোট নিয়েই টানা বল করে গেলেন। |