অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের তিন দিনের ক্যাম্পের সোমবার শেষ দিন। কিন্তু রবিবারই যে সবচেয়ে হাড়ভাঙা অনুশীলন করলেন সচিন-ধোনি-হরভজনরা, সেটা নিশ্চিত বলে দেওয়া যায়। ছুটির দিনে বেঙ্গালুরুর মনোরম আবহাওয়ায় সকাল-বিকেল দু’দফায় ছ’ঘণ্টা চিন্নাস্বামীতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-ফিজিক্যাল ড্রিল, কোনও কিছুই ক্রিকেটারদের করাতে বাদ দিলেন না কোচ ডানকান ফ্লেচার। শুধু তাই নয়,অনুশীলন শেষ করেই ধোনিকে নিয়ে সচিন ছোটেন শহরের একটি দৃষ্টিহীনদের ফাউন্ডেশনে। সেখানে রুগিদের সঙ্গে কিছুক্ষণ কাটান দুই মহাতারকা ক্রিকেটার।
এর মধ্যেই টিম ধোনির পক্ষে সুখবর, আগামী শুক্রবার চেন্নাইয়ে শুরু প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার অনিশ্চিত। মাইকেল ক্লার্কের দলের প্রধান নির্বাচক জন ইনভেরারিটি এ দিন মেলবোর্নে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের কাছে প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন ওয়ার্নারের সম্প্রতি অস্ত্রোপচার হওয়া বুড়ো আঙুলের সুস্থতা নিয়ে। বলেছেন, “শেষ ক’দিনে ডেভিডের আঙুলের অবস্থা অনেকটা ভাল হয়েছে ঠিকই। কিন্তু ও এখনও ম্যাচ-ফিট হয়ে উঠতে পারেনি। ওর আঙুলের চোট নিয়ে এখনও যথেষ্ট আশঙ্কা আছে আমাদের।” |
পাশাপাশি আবার অস্ট্রেলিয়া শিবিরের কাছে সচিন তেন্ডুলকর নিয়ে ভয় ধরানোর মতো মন্তব্য করেছেন রবি শাস্ত্রী। এ দিন অস্ট্রেলিয়ার সংবাদপত্রে এক সাক্ষাৎকারে শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী বেরিয়েছে, “সচিন কিন্তু ভীষণ ক্ষুধার্ত হয়ে রয়েছে। সিরিজের গোড়ার দিকে ও যদি একবার পঞ্চাশ-ষাট বা সত্তর করে ফেলে কোনও ইনিংসে তার পরে বাকি সিরিজটা কিন্তু ওকে আটকে রাখা অসম্ভব হবে।” শাস্ত্রী অবশ্য স্বীকার করেছেন, শেষ ৩১টা টেস্ট ইনিংসে সচিন একটাও সেঞ্চুরি না-পাওয়ায় চিপকে প্রথম টেস্টে সামান্য নার্ভাস থাকতে পারেন। “কিন্তু ওকে যদি অস্ট্রেলীয়রা সিরিজের প্রথম দু’টো ইনিংসে বড় রান তোলার সুযোগ দেয়, তা হলে আমি নিশ্চিত সচিনের কাছে এই অস্ট্রেলিয়া সিরিজ বিরাট হয়ে উঠবে। প্রচুর রান করবে ও।”
সচিনকেও শাস্ত্রীর পরামর্শ, “ক্রিজে গিয়ে ঠুকঠুক না করে ইতিবাচক মানসিকতা নিয়ে নিজের স্বাভাবিক ব্যাটিং করো। যদি সেটা করো তা হলে আমরা আবার তোমার ব্যাটিং থেকে বিনোদন পাব। যা অতীতে পেয়েছি।” শাস্ত্রীর ধারণা, ইংল্যান্ড সিরিজের পর সচিন যে অতি প্রয়োজনীয় ‘ব্রেক’ পেয়েছেন সেই সময়ে তাঁর ঠিক যে রকম প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, তা তিনি নিয়েছেন। যার ফল, সচিনের শেষ পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে দু’টো সেঞ্চুরি। যার একটা ইরানিতে হরভজন-ওঝার আক্রমণের বিরুদ্ধে। যে স্পিনার জুটির প্রথম টেস্ট খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বলছেন অনেক বিশেষজ্ঞই। |