প্রধান বিরোধী দল
বরাকে ক্ষমতা বাড়ল এআইইউডিএফ-এর
বিজেপি-কে কার্যত গুঁড়িয়ে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকাতেও প্রধান বিরোধী দল হয়ে উঠেছে এআইইউডিএফ। আসন বেড়েছে কংগ্রেসেরও। তবে লাভের খাতায় এআইইউডিএফ-এর অঙ্কই বেশি। করিমগঞ্জে তারা কংগ্রেসের সঙ্গে পাল্লা দিয়ে সমান সংখ্যক আসন দখল করেছে। ফলে সেখানে জেলা পরিষদ গঠন নিয়ে চলছে দাবি, পাল্টা দাবি। হাইলাকান্দিতে আজমলের দলের আসন বেড়েছে ১০০ শতাংশ। আগের একটির জায়গায় এ বার দুটি। কাছাড় জেলা পরিষদেও খাতা খুলল বদরুদ্দিন আজমলের দলটি।
কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনের পুরো ফলাফল প্রকাশিত না-হলেও এ মুহূর্তে বরাকবাসীর নজর কেড়ে নিয়েছে করিমগঞ্জ জেলা। সেখানে কংগ্রেস ও এআইইউডিএফ ৯টি করে আসন জিতেছে। ২০ সদস্যের পরিষদে বাকি দুটি আসন পেয়েছে বিজেপি ও নির্দল। জেলা কংগ্রেস সভাপতি সতু রায় কাল ফল প্রকাশের পরই দাবি করেছেন, “আমরাই পরিষদ গঠন করব।” তবে কী ভাবে সে ব্যাখ্যায় আর যাননি তিনি।
অন্য দিকে পরিষদ গঠনের ব্যাপারে পরামর্শের জন্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বদরুদ্দিন আজমল করিমগঞ্জ আসছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এখানে তাঁরাও জেলা পরিষদ গঠনের ব্যাপারে একশো ভাগ নিশ্চিত বলে দাবি করছেন। বিজেপি সদস্যর কথাতেই অবশ্য শক্তি বেড়েছে এঁদের। এই দলটির একমাত্র জয়ী সদস্য সুজামিনী দাস জানিয়ে দিয়েছেন, কংগ্রেসই তাঁদের বড় শত্রু। শাসক এই দলটির দুর্নীতির বিরুদ্ধেই মানুষ তাঁকে ভোট দিয়েছেন। তাই পরিষদ গঠনে কংগ্রেসকে সমর্থনের প্রশ্নই ওঠে না। তবে অবস্থান স্পষ্ট করেননি বিজয়ী নির্দল প্রার্থী সুলতানা বেগম চৌধুরী। তাঁর শ্বশুর জেলা অগপ-র সভাপতি নজরুল ইসলাম জানান, দু’দিন তাঁরা পরিস্থিতি পর্যালোচনা করতে চাইছেন। এর পরই সিদ্ধান্ত নেবেন।
তবে কি সুলতানাই কংগ্রেসকে আশা জোগাচ্ছেন?
উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। তাঁর মন্তব্য, “আমরাই পরিষদ গড়ছি।” তিনি অবশ্য এআইইউডিএফ-এর ঘর ভাঙানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি। অন্যদিকে ১১ সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদে কংগ্রেস ৭, এআইইউডিএফ ২ এবং অগপ ও নির্দল ১টি করে আসন জিতেছে। কাছাড়ে ২৭টির মধ্যে ১৮টি আসনের ফল প্রকাশিত হয়েছে। কংগ্রেস ১৩, বিজেপি ২, এআইইউডিএফ ১, নির্দল ২।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.