টুকরো খবর
এক বুথে আজ ফের ভোট
ত্রিপুরায় একটি বুথে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ ত্রিপুরার উদয়পুর মহকুমার অন্তর্গত কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রের ৩৬ নম্বর বুথে আগামিকাল ১৮ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটায়, চলবে বিকাল চারটে পর্যন্ত। ৩৬ নম্বর বুথে ভোটার রয়েছে পাঁচশোর কিছু বেশি। গত ১৪ ফেব্রুয়ারি ভোট চলাকালীন ওই বুথের ইভিএম মেশিনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। ইভিএম মেশিনটি ঠিক করেও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও মেশিনে প্রদত্ত ভোটের সংখ্যা এবং সরকারি হিসেবে গরমিল ধরা পড়ে। সম্ভবত সে কারণেই ওই বুথে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত বলে দফতরের এক আধিকারিক জানান। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল বলেন, কোনও রাজনৈতিক দল ওই বুথে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানায়নি। তবে পরিস্থিতি বিবেচনা করে কমিশন নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ দিল্লি থেকে এই নির্দেশ আসে।

ধর্মঘট তুলতে আবেদন জানালেন প্রধানমন্ত্রী
দেশের আর্থিক ক্ষতি এবং মানুষের অসুবিধের কথা ভেবেই রবিবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির কাছে ধর্মঘট তুলে নেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ কয়েকটি দাবিতে ১১টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ২০ ও ২১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে। রবিবার প্রধানমন্ত্রী বলেন, “আমি শ্রমিক সংগঠনগুলিকে ধর্মঘট তুলে নেওয়ার আবেদন জানাচ্ছি। কারণ এতে দেশের অর্থনৈতিক ক্ষতি বাড়াবে। একই সঙ্গে সাধারণ মানুষও অসুবিধায় পড়বেন।” এই আবেদনের পাশাপাশি চার কেন্দ্রীয় মন্ত্রী এ কে অ্যান্থনি, পি চিদম্বরম, শরদ পওয়ার, এবং মল্লিকার্জুন খাড়্গেকে ওই শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসতে অনুরোধ করেছেন।

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের
পুজো সেরে ফেরার পথে গাড়ি উল্টে এক শিশু ও দুই মহিলা-সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অসমের শোণিতপুরে বিশ্বনাথ চারিয়ালির পানিভরাল এলাকায়। পুলিশ জানায়, কাল ৩০ জন ভক্ত বিশ্বনাথ ঘাটে পুজো দিতে গিয়েছিলেন। আজ সকালে, ফেরার পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই দুর্গা ছেত্রী (৪৫), কৃষ্ণা ছেত্রী (২০), গোপাল ছেত্রী (১৮) ও পিংকি শর্মরা (১২) মৃত্যু হয়। জখম হন বাকি ২৬ জন।

চাতরার গ্রামে সংঘর্ষে নিহত গ্রামবাসী, কার্ফু
দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ঝাড়খণ্ডে চাতরা জেলার পত্থলগড়া এলাকায় কার্ফু জারি করা হয়েছে। শনিবার পত্থলগড়া ব্লকের সিংহানি গ্রামে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। উমেশ দাঙ্গি নামে এক গ্রামবাসীর মৃত্যু হয়। এরপরই পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ বেধে যায়। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। রাতের দিকে পরিস্থিতি আয়ত্তে আসে। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়ন করা হয়েছে পুলিশ।

একুশের জন্য পাড়ি
বাংলাভাষাকে রাজভাষার স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও ফাইলবন্দি। ইতিমধ্যেই ফের ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস কড়া নাড়ছে বঙ্গ ভাষাভাষীদের দরজায়। সেই অবসরে বাংলাদেশে ভাষা শহিদদের সম্মান জানাতে জামশেদপুর থেকে বাংলাদেশ যাচ্ছেন ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির সদস্যরা। ১৮ ফেব্রুয়ারি দুপুরে জামশেদপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন তাঁরা। সেখান থেকেই তাঁরা বাংলাদেশ যাবেন।

রহস্যজনক ভাবে ছাত্রের মৃত্যু কটকে
ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল শহরে। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম মিহির নায়েক। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল সে। শুক্রবার এক দল যুবক তাকে ছহাটা এলাকার একটি হাসপাতালে ভর্তি করেই পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ মিহিরের পরিবারকে খবর দেন। জানান, তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। ঘটনার পর মিহিরের পরিবার দাবি করেছেন পরিকল্পনা করেই খুন করা হয়েছে।

স্ত্রীকে গলা টিপে ‘খুন’, গ্রেফতার স্বামী
স্ত্রীকে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ব্রজগোবিন্দ বারিক (৪১)। পুলিশ জানিয়েছে, ব্রজগোবিন্দ ওড়িশার ভোগরাই এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে ব্রজগোবিন্দের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিবাদ হয়। বিবাদের সময়ে তিনি তাঁর স্ত্রী কাজল বারিকের গলা টিপে হত্যা করে তাঁর দেহ বাড়ির পাশে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি ওই দিনই বাসে কলকাতা আসেন। শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হয়। এ দিনই ওড়িশা পুলিশ তাঁকে ওড়িশা নিয়ে গিয়েছে।

অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরে
ফের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা হল কাশ্মীরে। সেনা সূত্রে জানা গিয়েছে, বালাকোট সেক্টরের হামিরপুরের কাছে চার-পাঁচ জনের একটি দল নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। ঝোপ জঙ্গলের আড়াল থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। দু’পক্ষের গুলি যুদ্ধ চলে রবিবার সকাল পর্যন্ত। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, অনুপ্রবেশকারীরা ওখানে লুকিয়ে আছে কি না, তা দেখতে তল্লাশি শুরু করেছেন তাঁরা।

বনধে বিপর্যস্ত
হুরিয়ত কনফারেন্সের ডাকা বনধের জেরে এখনও ব্যাহত জম্মু ও কাশ্মীরের জনজীবন। আফজল গুরুর ফাঁসির কারণে প্রথমে সাত দিনের বনধ ডেকেছিল হুরিয়ত। কিন্তু শুক্রবার রাত থেকেই বহু জায়গায় কার্ফু শিথিল করা হলে বনধ বাড়ানো হয় আরও দু’দিন। ফলে রবিবারও সারা দিন বনধ ছিল দোকানপাট, গাড়ি চলাচল। এ দিকে, বিক্ষোভের সময় পুলিশের দিকে ইট বৃষ্টির অভিযোগে কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে ৫৩ জন যুবক গ্রেফতার হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.