টুকরো খবর |
কারখানায় ডাকাতিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
|
আদালতে ধৃতেরা। —নিজস্ব চিত্র। |
অ্যালুমিনিয়াম কারখানায় ডাকাতির ঘটনায় শনিবার রাতে তিন জনকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। ধৃতদের রবিবার কাটোয়া আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। ধৃতেরা হল মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের লস্কর শেখ, মুর্শিদাবাদের সালার থানার সোনারুন্দি গ্রামের আলি শেখ ও বীরভূমের খুজুটিপাড়ার নুরুল খান। গত রবিবার রাতে কাটোয়ার জাজিগ্রামের ওই কারখানায় কর্মীদের বেঁধে রেখে ঘণ্টাখানেক ধরে বেশ কিছু দুষ্কৃতী লুঠপাট চালায়। প্রচুর অ্যালুমিনিয়ামের শিট, ভ্যান, মোবাইল ইত্যাদি নিয়ে পালায়। পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে বেশ কয়েক জনকে আটক করা হয়। তাদের থেকে তথ্য পেয়ে লস্করকে কাটোয়ার খালপাড়া থেকে ধরা হয়। সেই সূত্র ধরেই মুর্শিদাবাদ ও বীরভূম থেকে বাকি দু’জনকে ধরা হয়।
|
খণ্ডঘোষে ধৃত তিন দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। তাদের নাম শেখ হায়দার, শেখ নূর ইসলাম ও উত্তম বাগ। পুলিশ জানায়, শনিবার রাতে ধৃতেরা সহ প্রায় দশ দুষ্কৃতী বর্ধমান-বাঁকুড়া রোডের সালুন মোড়ে জমা হয়। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। অন্যেরা পালালেও নামে এই তিন জনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে একটি গুলিভরা পাইপগান, একটি ভোজালি, লোহার রড, নাইলনের দড়ি ইত্যাদি পাওয়া গিয়েছে। ধৃতদের জেরা করে অন্য দুষ্কৃতীদের খোঁজার চেষ্টা করা হচ্ছে।
|
কিশোরী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
যৌথ অভিযান চালিয়ে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করল কলকাতার লেক থানা ও বর্ধমান থানার পুলিশ। পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি কলকাতার ঢাকুরিয়া স্টেশন রোডে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা ভাস্কর হালদার কয়েকদিন আগে ওই কিশোরীকে নিয়ে বর্ধমানের মির্জাপুরে পালিয়ে আসেন বলে অভিযোগ। কিশোরীর বাবার অভিযোগ পেয়ে লেক থানার পুলিশ তদন্তে নামে।
|
চোলাই বাজেয়াপ্ত
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
রাতভর তল্লাশি চালিয়ে মঙ্গলকোটের মাঝখাঁড়া, নিগন, দেবগ্রাম, নবগ্রাম থেকে চোলাই উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। রবিবার কাটোয়া আদালত ধৃতদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেয়। ধৃতেরা হল আশিস ঘোষ, বাপি ঘোষ, লালন দাস, মাধাই দাস, সনাতন মাল ও বাংলো রায়। পুলিশ বাজেয়াপ্ত করেছে দশ হাজার লিটার চোলাই, ১৩০০ কিলোগ্রাম চিটে গুড়, তিনটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি-সহ বেশ কিছু উপকরণ।
|
ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সাত বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই এর প্রতিবেশির বিরুদ্ধে। শনিবার দুপুরে ভাতারের মাধপুরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত প্রতিবেশির নাম কাদাই বাগ। খাবারের লোভ দেখিয়ে ওই বালিকাকে ডেকে নিয়ে গিয়ে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ওই বালিকাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
পাঠাগারকে বই দান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রাক্তন অধ্যাপক তথা রাঢ় সাহিত্য বিশেষজ্ঞ, প্রয়াত মিহির চৌধুরী কামিল্যার স্ত্রী সবিতাদেবী স্বামীর লেখা ও সংগ্রহে থাকা রাঢ় সাহিত্য ও লোকসংস্কৃতির প্রায় পাঁচশো বই দিলেন আরামবাগের ফুলুইয়ের এক পাঠাগারকে। বইগুলি গ্রামবাসী মাধবমোহন অধিকারীর হাতে তুলে দিয়ে তিনি বলেন, “স্বামীর সংগ্রহে গবেষকদের প্রয়োজনের আরও বই আছে। সেগুলিও দরকারে কোনও পাঠাগারে দান করতে চাই।”
|
নদীর পাড়ে বোমা
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
কুনুর নদীর ধার থেকে ২১টি বোমা উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে মঙ্গলকোট গ্রামে একটি প্লাস্টিকের ব্যাগে বোমাগুলি ছিল। পুলিশ সেগুলি নিষ্ক্রিয় করেছে। কে বা কারা বোমাগুলি ওই জায়গায় রেখে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আউশগ্রাম থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় ছোটা শুকুর নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। বোলপুরের মুলুক গ্রামের বাসিন্দা সে। তার কাছে গুলিভরা দেশি ছ’ঘড়া রিভালভারও মিলেছে। এসপি বলেন, “এই দুষ্কৃতীকে অন্তত সাতটি মামলায় খুঁজছে বীরভূম পুলিশ।” ধৃতকে রবিবার আদালতে তোলা হলে সাতদিনের জেল হেফাজত হয়।
|
কোথায় কী |
কাটোয়া
সাহিত্য আসর। রেটকো ভবন, মাধবীতলা।
বিকাল ৪টা। উদ্যোগ: আনন্দ সাহিত্য পর্ষদ।
শক্তিগড়
শক্তিগড় উৎসব। বিকাল ৪টা। সবদার হাসমি
হাইস্কুল মাঠ। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। |
|