দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন পাঁচ বাইক আরোহী। রবিবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডে ঘটনাটি ঘটে। তাঁদের প্রথমে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে পরে অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই আসানসোলের এসবি গড়াই রোডে স্থানীয় কিছু যুবক বেপরোয়া ভাবে মোটরবাইক চালায়। বিধি না মেনে গাড়ি চালানোর জেরেই প্রায় দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের। নিয়মিত পুলিশ নজরদারির অভাবই এর কারণ বলে জানান তাঁরা।
|
হঠাৎ আগুন লাগল রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির সীতারামপুর কার্যালয়ে। রাজ্য দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নেভায়। দমকলের অনুমান, শটসার্কিট থেকেই আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। বিদ্যুৎ বন্টন কোম্পানির ওই শাখার সহকারী বাস্তুকার কৌশিক পাল জানান, দুপুর দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। খবর পাঠানো হয় পুলিশ ও দমকলে। অল্প সময়ের মধ্যে একটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে। এর জেরে প্রায় ঘণ্টা চারেক এলাকায় বিদ্যুৎ ছিল না।
|
পথশিশুদের হাতেখড়ির আয়োজন করল উখড়ার নবভারতী সঙ্ঘ। রবিবার একশো জন শিশুকে হাতে খড়ি দিয়ে তাদের স্লেট, পেন্সিল এবং বর্ণ পরিচয় বই দেওয়া হয়। উপস্থিত দুর্গাপুর পুরসভার উপ-পুরপ্রধান জহর বন্দ্যোপাধ্যায়। আয়োজক সংস্থার পক্ষে রাজু মুখোপাধ্যায় জানান, ১৯৬০ সাল থেকে শিশুদের হাতেখড়ির ব্যবস্থা করেন তাঁরা।
|
পা হড়কে পুকুরের জলে পড়ে মৃত্যু হল এক যুবকের। জামুড়িয়ার তপসীর অর্জুনপুকুরের ঘটনা। মৃতের নাম জিতা মুর্মু (২৭)। তিনি জানবাজারের বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
|
আসানসোল পুরসভার উদ্যোগে শিক্ষা সামগ্রী ও পাঠ্য বই দান করা হল তিন নম্বর ঘুষিক মুসলিম ইউসুফিয়া সহীদুল অনাথ আশ্রমে। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি।
|
দুর্গাপুর
প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা। ডিসিসি মাঠ।
সকাল পৌনে দশটা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
অন্ডাল
বইমেলা। রেলস্কুল মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ: অন্ডাল বইমেলা কমিটি। |