পুলিশের ম্যারাথন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রবিবার আসানসোল স্টেডিয়ামে আয়োজিত হল ম্যারাথন।—নিজস্ব চিত্র।
|
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত ম্যারাথন দৌড়ে যোগ দিল ছয় হাজার প্রতিযোগী। রবিবার আসানসোল স্টেডিয়াম থেকে এই প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। তাঁর পাশে ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। এদিন পুরুষ বিভাগে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার এবং মহিলাদের বিভাগে ১০ কিলোমিটার এবং ৮ কিলোমিটারের দৌড় হয়।
|
জঙ্গলমহল ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রবল বৃষ্টির মধ্যেই রবিবার আয়োজিত হল জঙ্গলমহল স্পোর্টস। জেলা পুলিশের উদ্যোগে আদিবাসীদের নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় রঘুনাথপুর মাঠে। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। কাঁকসা, গলসি, বদুবুদ, আউশগ্রাম ইত্যাদি এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ এতে যোগ দেন। ৩৩টি ইভেন্টে নারী পুরুষ মিলে প্রায় পাঁচশো প্রতিযোগী ছিল। ইভেন্টগুলিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য পুরস্কার ছিল ছাগল, হাঁস ও মুরগি।
|
হারল অগ্রতী
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল চিত্তরঞ্জন এরিয়া ফোর। তারা জামগ্রাম আদি শিবতলা মাঠে ফাইনালে রূপনারায়ণপুর অগ্রতী সঙ্ঘকে ৫১ রানে হারায়। প্রথমে ব্যাট করে চিত্তরঞ্জন ৯ উইকেটে ১১৪ রান করে। জবাবে রূপনারায়ণপুর মাত্র ৬৩ রানে গুটিয়ে যায়। ফাইনালের সেরা বিজয়ী দলের ধরমবীর সিংহ। প্রতিযোগিতার সেরা বিজিত দলের হিমাংশু দত্ত। খেলাটি পরিচালনা করেছেন বিকাশ রাউত এবং পরিক্ষীত বাউড়ি।
|
জয়ী বেলডাঙা
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেটে শনিবার জিতল বেলডাঙা আদিবাসী ইবন গাঁওতা। কুইলাপুর জলট্যাঙ্কি মাঠে তারা আলুটিয়া টিডিকে ২৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে বেলডাঙা ১৩১ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৬ রানের বেশি তুলতে পারেনি আলুটিয়া।
|
চ্যাম্পিয়ন সাতডাঙা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল টেলেন্ট কেয়ার অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল সাতাডাঙা সিসি। কল্যাণপুর মাঠে তারা বাঁদড়া একাদশকে ৫২ রানে হারায়। প্রথমে ব্যাট করে সাতাডাঙা ৬ উইকেট হারিয়ে ৯৭ রান করে। জবাবে মাত্র ৪৫ রানেই শেষ হয়ে যায় বাঁদড়া। খেলা পরিচালনা করেন মুন্না খান ও সোমনাথ দাস। |