ফল পুনর্মূল্যায়নের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। শুক্রবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে উত্তর দিনাজপুরের ডক্টর ইটাহার মেঘনাদ সাহা কলেজের একদল পড়ুয়া ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এক ঘণ্টা অবরোধ চলার পর স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার ওই কলেজের দ্বিতীয় বর্ষের স্নাতক স্তরের পরীক্ষার ফল প্রকাশিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দ্বিতীয় বর্ষের বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরের ৪০ জন পড়ুয়ার ফল অস্বাভাবিক ভাবে খারাপ হয়েছে। কয়েকজন পড়ুয়া ফেল করেছেন। অমলবাবু বলেন, “বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।” জেলা তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি ইন্দ্রনীল আচার্য বলেন, “গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গাফিলতির জেরেই পড়ুয়াদের ফল খারাপ হয়েছে। তাই পড়ুয়াদের ফল পুনর্মূল্যায়নের এই দাবি অযৌক্তিক নয়।”
|
বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগে ছেলেকে ধরে পুলিশের হাতে দিল বাসিন্দারা। বৃহস্পতিবার মাথাভাঙার তেকুনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম বিন্দুয়া রবিদাস (৬৫)। বাড়ি তেকুনিয়ায়। জমি নিয়ে বিবাদে ছেলে লক্ষ্মণের সঙ্গে বাবার গোলমাল হয়। নেশাগ্রস্ত ছেলে বাবাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। বাড়ির লোক চিৎকার করলে প্রতিবেশীরা লক্ষ্মণকে মারধর করে পুলিশের হাতে দেয়।
|
ঘরের দরজা ভেঙে বৃদ্ধার মৃতদেহ পুলিশ উদ্ধার করল। শুক্রবার বালুরঘাট থানার হাজিপুর এলাকার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুমিত্রা বাঁশফোর(৫২)। বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। ঘুমের মধ্যে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে র পরে পুলিশের অনুমান। দেহটি ময়নাতদন্ত করতে হাসপাতালে পাঠানো হয়েছে।
|
দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষে গুলি, বোমাবাজি হল কোচবিহারের ডাউয়াগুড়িতে। |