জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠন ব্যবস্থা খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করতে উদ্যোগী হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশেই ওই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ চেয়ারম্যান ও জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের নেতৃত্বে পনেরো জন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক কমিটিতে থাকবেন। কমিটির সদস্যরা নিয়মিত জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করে শিক্ষকদের নিয়মিত হাজিরা ও স্কুলে সুষ্ঠুভাবে পঠনপাঠন হচ্ছে কী না তা খতিয়ে দেখবেন। স্কুলে ঠিকমত মিডডে মিল ও স্কুল চত্বর পরিস্কার রয়েছে তাও তাঁরা খতিয়ে দেখবেন।
সংসদের চেয়ারম্যান শেখর রায় বলেন, “শিক্ষামন্ত্রীর নির্দেশে শীঘ্রই কমিটির সদস্যরা নানা প্রাথমিক স্কুল পরিদর্শনের কাজে নামবেন। কমিটির দেওয়া রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্য সরকার রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে।” জেলার ১৫০০টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার পড়ুয়া রয়েছে। শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন প্রায় ৫ হাজার। ৪০ শতাংশ স্কুলেই কিছু শিক্ষক শিক্ষিকার গরহাজিরায় পঠনপাঠন শিকেয় উঠেছে। শুক্রবার জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া ইটাহার পঞ্চায়েতের ভদ্রশিলা নিম্ন বুনিয়াদি স্কুলে পরিদর্শনে গিয়ে শিক্ষকদের একাংশের অনুপস্থিতি ও স্কুলচত্বর অপরিচ্ছন্ন দেখে উপস্থিত শিক্ষকদের সতর্ক করে দেন। নড়েচড়ে বসে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও জেলা প্রাথমিক বিদ্যালয় দফতরের কর্তারা। গত ১১ ফেব্রুয়ারি রায়গঞ্জে শিক্ষামন্ত্রী কর্মশালায় গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের একাংশকে ফাঁকিবাজ বলে উল্লেখ করে তাঁদেরকে সতর্ক করে ক্লাস নেওয়ার নির্দেশ দেন।
|