লোডশেডিংয়ে নাকাল মালবাজারের বাসিন্দারা। বিপাকে পরীক্ষার্থীরাও। পর্ষদের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা আঞ্চলিক কর্তা অশোক সিংহ উল্টে বলেন, “উত্তরবঙ্গে লোডশেডিং-এর সমস্যা নেই মাধ্যমিক পরীক্ষার জন্য বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখা হয়েছে। কেন মালবাজারে সমস্যা হচ্ছে সেটা দেখা হচ্ছে।” পর্ষদের কর্তারা যাই বলুন না কেন, সন্ধ্যার পরে একঘন্টার বেশি সময় বিদ্যুৎ থাকে না শহরে।
|
মালবাজার মহকুমার শুরু হল রাজ্য চা ও আদিবাসী লোকসংস্কৃতি উৎসব। নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে শুক্রবার চার দিনের উৎসবের উদ্বোধন করেন জেলাশাসক স্মারকী মহাপাত্র। অনগ্রসর কল্যাণ দফতরের উদ্যোগে এবং মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় উৎসবের আয়োজন করা হয়েছে। ডুয়ার্সের নানা সংস্থা ছাড়াও অংশ নেবে গৌরীপুরের বিহু নৃত্য শিল্পীরা। রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা।
|
হামলার ঘটনায় মৃত্যু হল এক চা শ্রমিকের। শুক্রবার মালবাজার মহকুমা হাসপাতালেওই শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বৈদ্যনাথ লোহার (৫০)। তাঁর বাড়ি মালবাজারের গুডহোপ চা বাগানের কেবিন লাইনে। গত বুধবার রাতে ডামডিমের খালঝোরা থেকে ফেরার পথে কয়েকজনের দুষ্কৃতী তাঁর ওপর হামলা করে। বৈদ্যনাথের ভাগ্নে শিবম লোহার তাঁর সঙ্গে ছিল। এরপর বৃহস্পতিবার বৈদ্যনাথকে মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন ভোরে বৈদ্যনাথের মৃত্যুর পর সন্ধ্যায় শিবম মালবাজার থানায় অভিযোগ করেন। মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান। |