গত ১৩ ফেব্রুয়ারি শেষ হল ৭ম ডুয়ার্স নাট্য উৎসব২০১৩। মালবাজার মহকুমার ওদলাবাড়িতে ওই উৎসবের আয়োজন করে স্থানীয় নাট্য উৎসব কমিটি। উৎসবের উদ্বোধন করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ৮ ফেব্রুয়ারি শুরু ওই নাট্য উৎসবে আটটি নাটক পরিবেশিত হয়। প্রথম দিনে মঞ্চস্থ হয় সৌমিত্র চট্টোপাধ্যায় নির্দেশিত অভিনীত ‘তৃতীয় অঙ্ক অতএব’। ৯ ফেব্রুয়ারি পরিবেশিত হয় প্রাচ্য গোষ্ঠীর নাটক ‘সুপারি কিলার’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী চট্টোপাধ্যায় ওই নাটকে অভিনয় করেন। ১০ ফেব্রুয়ারি হয় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিরা মঞ্চস্থ করেন নাটক ‘একদিন প্রতিদিন’। ওই দিন ডামডিম যুব নাট্য গোষ্ঠীর শিশু কিশোররা পরিবেশন করে নাটক ‘বিসর্জন’। ১১ ফেব্রুয়ারি ছিল কালিয়াগঞ্জের বিচিত্রা নাট্য দলের নাটক ‘গণেশ গাথা’। ১২ ফেব্রুয়ারি ছিল হংসমিথুন দলের হিন্দি নাটক ‘হনুয়া ধনুয়া অউর বধুয়া’। শেষ দিনে হংসমিথুন দলের নাটক ‘ফালান’।
|
পর্যটন শিল্প প্রসারে তুহিনশুভ্র মণ্ডলের নির্দেশনায় তৈরি হল তথ্যচিত্র ‘অ্যান আননোন বিউটি, ডেস্টিনেশন দক্ষিণ দিনাজপুর’। উনিশ মিনিটের ওই তথ্যচিত্রে দেখানো হয়েছে দক্ষিণ দিনাজপুরের ইতিহাস, লোকসংস্কৃতি, ঐতিহ্য। বানগড়ের গভীর থেকে উঠে এসেছে একাদশ ও দ্বাদশ শতকের পাল, সেন, সুলতান যুগের কথা। মহীপাল দিঘিতে নীলকুঠি, তেভাগা আন্দোলন সমৃদ্ধ খাপুর, পাল বংশের সভাকবি সন্ধ্যাকর নন্দীর জন্মস্থান বুটনের মতো অনেক কিছু তথ্য চিত্রে দেখা যাবে। এ ছাড়াও রয়েছে খন, চোরচুন্নি, হালুয়া, সত্যপীরের মতো লোকসংস্কৃতির সম্পদ।
|
থার্ড আই-এর উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, কোচবিহারে। ছবি: হিমাংশু দেব
|
জন্ম সার্ধশতবর্ষে নাট্যকার ও কবি দ্বিজেন্দ্রলাল রায়কে শ্রদ্ধা জানাল কোচবিহারের ইন্দ্রায়ুধ নাট্যগোষ্ঠী। গত ৫ ফেব্রুয়ারি স্থানীয় রবীন্দ্র ভবনে মঞ্চস্থ হল গীতি নাট্য আলেখ্য ‘দ্বিজেন্দ্র কিরণ’। পরিচালনায় ছিলেন অনুপ মজুমদার। এছাড়াও মঞ্চস্থ হয়েছে একাঙ্ক নাটক। নির্দেশনায় ছিলেন দীপায়ণ ভট্টাচার্য।
|
বর্ণনা নাট্যগোষ্ঠীর ২৫ বছর পূর্তি উপলক্ষে নাট্য উৎসবে গত ১০ ফেব্রুয়ারি কোচবিহার রবীন্দ্র ভবনে ‘ছাড়িগঙ্গা’ নাটক পরিবেশন করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ৭ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসবে ৫টি নাটক মঞ্চস্থ হয়।
|
কম্পাস নাট্য উৎসব ২০১৩ শেষ হল ৩ ফেব্রুয়ারি। কোচবিহার রবীন্দ্র ভবনে ৩১ জানুয়ারি উৎসবের শুরু হয়। চার দিনে ছয়টি নাটক মঞ্চস্থ হয়। বহরমপুর, কলকাতা, ভুবনেশ্বরের নাট্য গোষ্ঠী উৎসবে অংশ নিয়েছে। |