ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে বহুবার ‘পকেট থেকে গোল’ বের করবার কথা বলেছেন তিনি। সেই এডে চিডি শনিবার কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে সাদার্ন সমিতির বিরুদ্ধে গোল করতে মরিয়া যেন তেন প্রকারে। শুক্রবার সরস্বতী পুজোর সকালে ইস্টবেঙ্গল অনুশীলনের পর হাসতে হাসতে ট্রেভর জেমস মর্গ্যানের গোল মেশিন বলেও গেলেন, “শনিবার যে ভাবেই হোক গোল চাই।”
কল্যাণীতে ঘরোয়া লিগের সুপার নাইনের ম্যাচে লাল-হলুদের নাইজেরীয় স্ট্রাইকারের গোলের জন্য এত আকুতি কেন? বৃহস্পতিবারই বহু প্রতীক্ষার পর বাবা হয়েছেন চিডি। সুদূর লাগোসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী অ্যাডা। ‘ভ্যালেন্টাইন ডে’-তে জন্মানোয় মেয়ের নাম রেখেছিলেন ভ্যালেন্টিনা। পরে অবশ্য নাম বদলে করেছেন ‘প্রেশাস’। স্ত্রী এবং সন্তানের জন্য চিন্তিত চিডি নাইজেরিয়ায় ফোন করছেন সকাল-বিকাল। সাবির আলির সাদার্নের বিরুদ্ধে নামার আগের সকালে চিডির আগাম ঘোষণা, “সাদার্নের বিরুদ্ধে গোল করে সেটাই মেয়েকে প্রথম উপহার হিসাবে দিতে চাই।” |
লিগে তিন ম্যাচে নয় পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল এই মুহূর্তে শীর্ষস্থানে। সেখানে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সাদার্ন সাত নম্বরে। তা সত্ত্বেও মার্কোস-কার্তিক কিস্কুদের বিরুদ্ধে নামার আগে স্বস্তিতে নেই লাল-হলুদ শিবির। কোচ মর্গ্যান বলছেনও সে কথা, “কোনও দলকেই হালকা ভাবে নিচ্ছি না। সাদার্নে বেশ কয়েক জন ভাল ফুটবলার রয়েছে।
জাতীয় শিবিরে দলের চার নির্ভরযোগ্য ফুটবলার অর্ণব, মেহতাব, রাজু ও রবিন। এর সঙ্গে যোগ হয়েছে নবাগত বিদেশি অ্যান্ড্রু বরিসিচের কুঁচকির চোট। ফলে কল্যাণীতে চিডির সঙ্গী হয়ে তাঁর নামার সম্ভাবনা নেই বললেই চলে। হ্যামস্ট্রিংয়ে হালকা চোট রয়েছে মর্গ্যানের ‘ফ্রি-ম্যান’ পেন ওরজিরও। তবে লাল-হলুদ শিবিরের ভিতরের খবর, পেনকে প্রথম দলে রেখেই দল গড়বেন মর্গ্যান। আর আক্রমণে চিডির সঙ্গী হতে পারেন বলজিৎ। গোলে গুরপ্রীত। রক্ষণে সৌমিক, ওপারা, সুনীল এবং খাবরা।
আই লিগে দল এখনও চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে প্রবল ভাবেই। কিন্তু আপাতত আই লিগ থেকে ফোকাস সরিয়ে মর্গ্যান পাখির চোখ করছেন ঘরোয়া লিগ এবং আইএফএ শিল্ডকে। তার আগে ফুটবলারদের চোট-আঘাত এবং জাতীয় শিবিরে নিয়ে কিছুটা হলেও চিন্তায় ইস্টবেঙ্গল কোচ।
উলটো দিকে, সাদার্নের বিদেশি এডু দেশে গিয়ে না ফেরায় দল নিয়ে চিন্তায় সাবির আলিও। সন্তোষ ট্রফির জন্য নেই দুই গোলকিপার নাসিম আখতার এবং মানস বড়ুয়া। সাবির বলছেন, “যারা আছে তাদের নিয়েই ঝাঁপাবো তিন পয়েন্টের জন্য।”
|
শনিবারে কলকাতা লিগ:
ইস্টবেঙ্গল-সাদার্ন সমিতি (কল্যাণী, ২-০০)। |