টুকরো খবর
পুণে এফসিই এ দেশে ফুটবল নিয়ে ভাবে: বান
ভারতীয় ফুটবল যে ভাবে চলছে তা দেখে ভারতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর রব বান তীব্র হতাশ। এখানে ফিকির সেমিনারে নিজের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল নিয়ে হতাশার কথা শুনিয়ে গেলেন এই ডাচ কোচ। “মিশন ২০২০-র ব্লু-প্রিন্ট তৈরি করে সাত মাস বসে আছি। ফেডারেশন থেকে টাকা না পাওয়ায় সেই পরিকল্পনা এখনও কার্যকর করাই গেল না। এ ভাবে চললে ভারতীয় ফুটবলের এগোনো খুব কঠিন,” বলে দিলেন তিনি। সাম্প্রতিক ভারত-প্যালেস্তাইন ম্যাচ নিয়েও হতাশ তিনি। “ভারত সে দিন হাফটাইমে ২-১ এগিয়ে থেকেও ম্যাচ ধরে রাখতে পারেনি গৌরমাঙ্গীদের মতো ডিফেন্ডারদের জন্য। ওদের মতো দলের সিনিয়রদের থেকে ভারত তাদের সেরাটা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। ওদের সরিয়ে নতুন প্রতিভাদের তুলে না আনলে ভারতীয় ফুটবল দলের উন্নতি অসম্ভব।” জাতীয় দলের ট্রেনিং করার জন্যও আজ পর্যন্ত কোনও ভাল মাঠ না পেয়ে হতাশ বান। “ভাবুন যে দেশের জাতীয় দল অনুশীলনের জন্যও ভাল মাঠ পায় না তাদের র‌্যাঙ্কিং ভাল হবে কী ভাবে? আই লিগ ক্লাবগুলোর কোনও জুনিয়র ডেভেলপমেন্ট টিম নেই। নিজস্ব মাঠ নেই। সেখানে ফুটবলের উন্নতির কথা ভাবাই উচিত নয়। একমাত্র পুণে এফসি ছাড়া ভারতে কোনও প্রকৃত পেশাদার দল নেই। এই ক্লাবের ‘স্ট্র‌্যাটেজিক প্ল্যান’ রয়েছে। নিজস্ব অ্যাকাডেমি আছে। প্লেয়ারদের মাইনের পিছনেই ওরা সব টাকা খরচ করে না। খেলার পরিকাঠামো পিছনেও খরচ করছে।”

সন্তোষে কাল নামছে বাংলা
চার বছর পর সন্তোষ ট্রফির গ্রুপ লিগে খেলতে নামার আগে বেশ চাপে বাংলার কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। শুক্রবার কোচি থেকে ফোনে বললেন, “গ্রুপ লিগের প্রথম ম্যাচ সব সময় কঠিন। দিল্লির বিরুদ্ধে রবিবার জিততেই হবে।” বাংলার গ্রুপে অন্য যে দু’টি দল আছে সেই দিল্লি এবং রেলওয়েজের ম্যাচ দেখতে মাঠে যান বাংলার কোচ। রেল জেতে ২-১। দিল্লি নিয়ে মনোরঞ্জনের বক্তব্য, “টিমটা শুধু দৌড়োয়।” দীপেন্দু বিশ্বাস, সাগ্রাম মাণ্ডি, সৈকত সিংহ রায়-সহ কিছু নামী ফুটবলার আছে এ বারের বাংলা দলে। কোচ বললেন, “আই লিগের ফুটবলার বাদ দিয়ে এর চেয়ে ভাল দল তৈরি করা মুশকিল।” সরস্বতী পুজোর সকালে প্রথম বার একসঙ্গে অনুশীলন করল পুরো টিম। ভারত-প্যালেস্তাইন প্রদর্শনী ম্যাচের মাঠেই সন্তোষ ট্রফি ম্যাচ। মাঠটা একটু শক্ত মাটির হলেও খারাপ নয়। কলকাতার তুলনায় গরম বেশি হলেও ফ্লাডলাইটে খেলায় সমস্যা হবে না দীপেন্দুদের।

‘হকিতে ছয় বছর লাগবে বিশ্বমান ছুঁতে’
তিন দিন পর বিশ্বকাপ হকির কোয়ালিফাইং রাউন্ড এখানে। ভারত ছাড়া খেলছে চিন, আয়ার্ল্যান্ড, বাংলাদেশ, ওমান ও ফিজি। পয়েন্ট তালিকায় প্রথম দু’দল পরের রাউন্ডে যাবে। কোনও বড় দল না থাকলেও এই রাউন্ডকে হালকা ভাবে নিতে নারাজ অধিনায়ক সর্দার সিংহ। দলের নতুন ডাচ ট্যাক্টেশিয়ান রোল্যান্ট অল্টম্যান ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ায় মাইকেল নবস ও অল্টম্যান ভারতীয় হকির সোনালি দিন ফেরাতে পারবেন বলে মনে করেন সর্দার। তবে জাতীয় দলের খেলার ভিডিও দেখে অল্টম্যান বলছেন, “বিশ্বসেরা হকি দলের তুলনায় ভারতের দশ-পনেরো শতাংশ নিপুণতার অভাব রয়েছে। যে অভাব পূর্ণ করতে ছয় থেকে আট বছর লেগে যাবে। ভারতীয়দের বল ধরা ও ছাড়ার মধ্যে সমস্যাটাই সবচেয়ে বড়। এই বেসিক সমস্যার সমাধান করতে পারলেই অনেক সমস্যা কেটে যাবে।”

জাতীয় টেনিসে বাংলার সুযোগ
প্রায় এক যুগেরও বেশি পরে বাংলার টেনিস প্লেয়ার ভারতসেরা হতে পারেন। আজ, শনিবার সাউথ ক্লাবে একটুর জন্য জাতীয় গ্রাসকোর্ট টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ ফাইনাল বাংলার ঘরের লড়াই হতে পারল না। শনিবার বাংলার সৌরভ সুকুল সেমিফাইনালে মহারাষ্ট্রের রোনক মনুজাকে ৬-৩, ৬-৪ হারিয়ে ফাইনালে উঠলেন। কিন্তু অপর সেমিফাইনালে তুলনায় বেশি অভিজ্ঞ বাংলার রূপেশ রায় তামিলনাড়ুর রামকুমার রামনাথনের কাছে হেরে যান ৭-৬ (৭-৩), ১-৬, ১-৬।

বায়োলজিক্যাল পাসপোর্ট বিশ্বকাপে
ডোপিং এবং গড়াপেটা। ফুটবল মাঠের দুই কলঙ্কিত অধ্যায় বন্ধ করতে তৎপর সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ফুটবলারদের ডোপিংয়ের প্রবণতা দূর করার প্রথম ধাপ বায়োলজিক্যাল পাসপোর্ট চালু হচ্ছে আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠেয় কনফেডারেশন কাপ থেকেই। যা থাকবে পেলের দেশে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আসরেও। শুক্রবারই ফিফার তরফে তাদের মেডিকেল অফিসার মিচেল দি’হুঘ জানিয়েছেন, ২০১৪ বিশ্বকাপে প্রত্যেক ফুটবলারের বায়োলজিক্যাল পাসপোর্ট বাধ্যতামূলক। এ ব্যাপারে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার (ওয়াডা) সঙ্গে একপ্রস্থ কথাবার্তাও হয়েছে ফিফার। বায়োলজিক্যাল পাসপোর্ট তৈরি হলে প্রত্যেক ফুটবলারের মূত্র এবং রক্ত থেকে স্টেরয়েড কিংবা পারফরম্যান্সবর্ধক নিষিদ্ধ মাদক (এরিথ্রোপোয়েটিন বা ইপিও) রয়েছে কি না সে ব্যাপারে বিশদ তথ্য চলে আসবে ফিফার হাতে। বায়োলজিক্যাল পাসপোর্টের পাশাপাশি ফুটবল মাঠে গড়াপেটা বন্ধ করতে বিশেষ আলোচনায় বসতে চলেছেন সারা বিশ্বের ফুটবল-প্রশাসকরা। ২০ ও ২১ ফেব্রুয়ারি কুয়ালা লামপুরে আয়োজিত হবে এই জরুরি সেমিনার। সারা বিশ্বের ৬৮০টি ফুটবল ম্যাচে গড়াপেটার অভিযোগ এ মাসেই তোলে ইউরোপোল। একশোর বেশি ম্যাচে সিঙ্গাপুর থেকেই গড়াপেটা হওয়ার অভিযোগও ওঠে।

এ বার বাস্কেটবলে বোল্ট
ফুটবল এবং ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগের কথা আগেই জানিয়েছিলেন। তবে মাঠে নামা হয়নি। সব কিছু ঠিকঠাক চললে এ বার মার্কিন মুলুকের বাস্কেটবল কোর্টে দেখা যেতে পারে বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্টকে। খেলবেন এনবিএ অলস্টার সেলিব্রিটি ম্যাচে। শুক্রবার হিউস্টনে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়ে অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়ন স্প্রিন্টার বোল্ট বলেন, “বাস্কেটবল বহুদিন খেলা হয় না। তবে ওই মজার ম্যাচে খারাপ খেলব না। তার জন্য মুখিয়ে রয়েছি।” এর আগে ১৯৮৪ সালে মার্কিন স্প্রিন্টার কার্ল লুইসকে বাস্কেটবল কোর্টে নামানোর চেষ্টা করেও সফল হয়নি শিকাগো বুলস।

ইউরোপায় হার লিভারপুলের
ইউরোপা লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে হারল লিভারপুল। শেষ বত্রিশের ম্যাচে জেরার-সুয়ারেজদের ২-০ হারাল জেনিথ। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দু’গোল করে ম্যাচ পকেটে পুরে ফেলে রাশিয়ার দলটি। গোলদাতা ব্রাজিলীয় স্ট্রাইকার হাল্ক এবং মিডফিল্ডার সের্জেই সেমাক। গোলের একাধিক সুযোগ হারানোয় ম্যাচে আর ফিরতে পারেনি লিভারপুল।

জাফরের ভাইপোর ৪৭৩
সাড়ে সাত ঘন্টা ক্রিজে থেকে ৩৫৯ বলে ৪৭৩ রানের ইনিংস। প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের ভাইপো আরমান জাফর অনূর্ধ্ব ১৬ হ্যারিস শিল্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রিজভি স্প্রিংফিল্ড স্কুলের হয়ে একাই ৪৭৩ রান করেছে। শুলে গুরুজি স্কুলের বিরুদ্ধে করা আরমানের ইনিংস ৬৫টি বাউন্ডারি ও ১৬টি ওভার বাউন্ডারিতে সাজানো। ছয় দিয়ে সাজানো। সেমিফাইনালেও আরমান ২৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিল।

আজমলের পাঁচ উইকেট
স্টেইন-গানের জবাবে আজমলের তিসরা! প্রথম টেস্টে না পারুন, দ্বিতীয় টেস্টে পাক অফস্পিনার সৈয়দ আজমল তাঁর স্পিন-ফাঁসে গেঁথে ফেললেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং। পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ১৩৯-৫। স্মিথ-আমলা-কালিসরা পাঁচ জনই আজমলের শিকার। টানা ২৫ ওভার হাত ঘুরিয়ে আজমল মাত্র ৪১ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন।

অন্য খেলায়
• বরানগর আমবাগান ন’পাড়া রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের তিন দিন ব্যাপী সারা বাংলা দিন রাতের ফুটবল খেলায় মোট আটটি দল অংশ নেয়।

• সাদার্ন পার্ক বিদ্যুৎ সঙ্ঘ স্টেট র‌্যাঙ্কিং টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ৯ থেকে ১১ মার্চ বিটিটিএ কোচিং স্কুল রবীন্দ্র সরোবরে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.