দুই ছাঁটাইয়ের দুই প্রত্যাবর্তনের লড়াই
গম্ভীরকে নিয়ে ‘মাইন্ড গেম’ শুরু ক্লার্কের
টেস্ট সিরিজ যত এগোচ্ছে, ভারতীয় দলের বিরুদ্ধে কি ‘মাইন্ড গেম’ ততই ধারালো করছে অস্ট্রেলিয়া? ২২ ফেব্রুয়ারি চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরুর আগে শনিবার থেকে সেখানেই তিন দিনের ম্যাচে মাইকেল ক্লার্করা নামছেন ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে। টেস্ট সিরিজ শুরুর আগে এটাই অস্ট্রেলীয়দের চূড়ান্ত ড্রেস রিহার্সাল। তা সত্ত্বেও নিজেদের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এই ম্যাচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং অস্ট্রেলীয় অধিনায়ক ক্লার্ক এবং তাঁর মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।
লালচাঁদ রাজপুতের সঙ্গে আলোচনায় ডুবে গম্ভীর।
কিন্তু ক্লার্কের ‘মাইন্ড গেম’ থাকছে। আজই যেমন তিনি ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক গৌতম গম্ভীর সম্পর্কে বলেছেন, “আমি কিন্তু গম্ভীরকে ওদের টেস্ট দলে দেখব ভেবেছিলাম। ভারতীয় ‘এ’ দলের বদলে। গম্ভীর দুর্দান্ত ওপেনার। আমি নিশ্চিত ও এই ম্যাচে বড় রান পেলে টেস্ট সিরিজের পরের দিকে ভারতীয় দলে ফিরবে।” ক্লার্কের এই মন্তব্যের ভেতর অনেকে খুঁজে পাচ্ছেন, গম্ভীর তথা ভারতীয় টিম ম্যানজমেন্টের ওপর টিম অস্ট্রেলিয়া-র চাপ বাড়ানোর কৌশল। যাতে গম্ভীর চাপে পড়ে বড় রান না পান এবং ভারতীয় দলে ফিরে এসে ব্যাটিংয়ে ওপেনিং জুটির শক্তি বাড়াতে না-পারেন এটা তারই চেষ্টা বিপক্ষ শিবিরের দিক থেকে।
অন্য দিকে, ভারতের উইকেটে নিজেদের দলের স্পিন বিভাগের শক্তি বাড়ানোর চেষ্টায় মরিয়া অস্ট্রেলিয়া। তার জন্য প্রায় আনকোরা বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন আগার-কে ভারতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্ট। এমনকী টেস্টে তাঁকে নামানোর ভাবনাও রয়েছে। নিজের শহরের মাঠ চিপকে প্রথম টেস্টে যে অধিনায়ক ধোনির পছন্দ অনুযায়ী ঘূর্ণি উইকেটই তৈরি করার নির্দেশ দিয়েছেন ভারতীয় বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন, এমনটা আন্দাজ করে নিয়েই এক জন বাড়তি স্পিনারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। মাত্র দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা আগার ভারত সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে আট ওভার বল করে একটি মেডেন নিয়ে ও ২৭ রান দিয়ে এক উইকেট নেন। এই ম্যাচের পরই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু মাঠে তাঁর আচরণ ও পারফরম্যান্স ভাল লেগেছে প্রধান নির্বাচক জন ইনভেরারিটির। তাই আপাতত ফেরা হচ্ছে না তাঁর। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধেও থাকছেন ১৯ বছর বয়সি স্পিনার। ইনভেরারিটি বলেছেন, “টেস্টের এগারো জন বাছার জন্য যে কোনও কাউকে আমাদের দরকার হতে পারে। সে জন্য কোনও তরুণ খেলোয়াড়কে তৈরি রাখাই ভাল।” ইঙ্গিতটা স্পষ্ট। আগার অস্ট্রেলিয়ার টেস্ট প্রকল্পে ঢুকে পড়েছেন।
ক্লার্কের দৌড়। প্রস্তুতি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে চেন্নাইয়ে।
শনিবার থেকে তিন দিনের ম্যাচটা যেমন ক্লার্ক-বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ, তেমন ভারত ‘এ’ দলের অধিনায়ক গৌতম গম্ভীরের কাছেও। টেস্ট দল থেকে বাদ পড়ার পর এটাই তাঁর কাছে জবাব দেওয়ার সেরা জায়গা। মনোজ তিওয়ারি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানের কাছেও এই ম্যাচ কম গুরুত্বপূর্ণ নয়। ‘এ’ দলের কোচ লালচাঁদ রাজপুত যেমন বলছেন, “দু’দিনের ম্যাচে পারভেজ রসুল যেমন নিজেকে চেনাল, তেমনই, এই ম্যাচেও সে রকম কোনও এক জন উঠে আসতে পারে। নতুনদের পক্ষে তাই এ ধরনের ম্যাচ গুরুত্বপূর্ণ।”

ছবি: পিটিআই




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.