|
|
|
|
বাতিল হচ্ছে কপ্টার-চুক্তি |
বফর্সের গন্ধ পাচ্ছে বিজেপি |
নিজস্ব প্রতিবেদন |
কপ্টার-দুর্নীতির সঙ্গে বফর্স-কাণ্ডের মিল খুজে পাচ্ছে বিজেপি। ভিভিআইপিদের জন্য কপ্টার কেনার ক্ষেত্রে ইতালীয় সংস্থা ফিনমেকানিকার বিরুদ্ধে ভারতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ নাম না করলেও এই অভিযোগের তদন্তের সময়ে একটি ‘বিশেষ পরিবারের’ ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিজেপি মুখপাত্র প্রকাশ জাভড়েকর। রাজনীতির কারবারিদের মতে, গাঁধী পরিবারকেই নিশানা করতে চেয়েছেন তিনি।
ফিনমেকানিকার নিয়ন্ত্রণাধীন সংস্থা অগুস্তা-ওয়েস্টল্যান্ডের কাছ থেকে ভিভিআইপিদের জন্য ১২টি কপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সম্প্রতি ফিনমেকানিকার প্রধান জিউসেপ্পে ওরসিকে মিলানে গ্রেফতার করা হয়। আজ নিজের পদ থেকে ইস্তফাও দেন তিনি। কপ্টার বিক্রির সময়ে অগুস্তা-ওয়েস্টল্যান্ড ভারতে প্রায় ৩৬২ কোটি টাকা ঘুষ দিয়েছে বলে অভিযোগ ইতালি সরকারের। এই অভিযোগের পরে ভারতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী ও তাঁর তিন আত্মীয়ের বিরুদ্ধে কপ্টার-দুর্নীতিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁর আমলেই এই কপ্টার কেনা নিয়ে সিদ্ধান্ত হয়েছিল বলে খোদ প্রতিরক্ষা মন্ত্রকের নথিতেই প্রকাশ।
ইতিমধ্যেই অগুস্তা-ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে ভারত। ঘুষের অভিযোগ নিয়ে সাত দিনের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে অগুস্তা-ওয়েস্টল্যান্ডকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জিউসেপ্পে-মামলা নিয়েও ফের ইতালির কাছে তথ্য চেয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে আগেও তথ্য চেয়েছেন। কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় ইতালি কোনও তথ্য দেয়নি। কপ্টার-কাণ্ডের তদন্তের ভার নিয়েছে সিবিআই।
তবে এই পদক্ষেপে মোটেই খুশি নয় বিজেপি। আজ দলীয় মুখপাত্র প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ইতালির আদালতে যে চার্জশিট দায়ের হয়েছে, তাতে ‘এক পরিবার’কে দুশো কোটি টাকা ঘুষ দেওয়ার কথা রয়েছে। বিজেপির বক্তব্য, নিশ্চয়ই প্রাক্তন বায়ুসেনা প্রধানের পরিবারকে এত ঘুষ দেওয়া হয়নি! আরও এক পা এগিয়ে রাহুল গাঁধীর সহযোগী কনিষ্ক সিংহের সঙ্গে ইতালির দালালের যোগসূত্রের অভিযোগ তুলে তাঁর ভূমিকাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আর এক বিজেপি নেতা কিরিট সোমাইয়া।
বিজেপির দাবি, বফর্সের ঘটনায় ইতালীয় ব্যবসায়ী অত্তাভিও কুত্রোচ্চিকে দেশ থেকে পালাতে কংগ্রেস সাহায্য করেছিল। এই দুর্নীতিতেও ফিনমেকানিকার ভারতীয় প্রধান গিরাসোলেকে ভারত ছেড়ে চলে যেতে সাহায্য করা হয়েছে। ফলে, দু’টি ঘটনার মধ্যে মিল স্পষ্ট।
সিবিআই তদন্তে আস্থা নেই বিজেপির। সুপ্রিম কোর্ট বা সংসদীয় কমিটির নজরদারিতে বিশেষ দল গঠনের দাবি জানিয়েছে তারা। সংসদীয় মন্ত্রী কমল নাথ জানান, সংসদীয় কমিটির তদন্তে তাঁদের আপত্তি নেই। |
|
|
|
|
|