মাস ঘুরতেই ফের দাম বাড়ল ডিজেলের। সেই সঙ্গে বাড়ল পেট্রোলের দরও। অক্টোবরের পর আরও এক বার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ঘোষণা, পেট্রোলের দাম বাড়ছে লিটারে ১.৫০ টাকা। ডিজেলের ৪৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম দাঁড়াল ৭৬.৫৯ ও ৫২.০৪ টাকা (যুক্তমূল্য ও অন্যান্য কর-সহ)। যা তাদের আগের দামের তুলনায় যথাক্রমে ১.৮৭ টাকা ও ৫৩ পয়সা বেশি। নয়া দর কার্যকর হয়েছে শুক্রবার মধ্যরাত থেকেই।
তেল সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়ার কারণেই এই সিদ্ধান্ত। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, গত ১৮ জানুয়ারি পর্যালোচনার সময় বিশ্ব বাজারে তা ছিল ব্যারেলে ১০৯.০৮ ডলার। কিন্তু এখন ১১৩.২৪ ডলার। আন্তর্জাতিক বাজারে চোখে পড়ার মতো বেড়েছে পেট্রোলও। তাই দেশেও তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না বলেই তাদের দাবি। |
কলকাতার দর |
|
|
নতুন দাম |
বাড়ল |
পেট্রোল |
৭৬.৫৯ |
১.৮৭ |
ডিজেল |
৫২.০৪ |
০.৫৩ |
দর লিটার পিছু টাকায়
তথ্যসূত্র: আইওসি |
|
|
তবে তেলের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে এক হাত নিয়েছে অনেক রাজনৈতিক দলই। প্রধান বিরোধী দল বিজেপি অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। এই একই দাবি জানিয়েছে সিপিআই-সহ অন্য অনেক দলও।
কিন্তু আইওসি-র যুক্তি, এই দাম বাড়ানোর পরও ডিজেলে তাদের লিটারে ১০.২৭ টাকা ‘ক্ষতি’ (আন্ডাররিকভারি) স্বীকার করতে হবে। ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়ার কারণে এই বছর ৩ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সম্মিলিত ক্ষতির অঙ্ক ১.৬৩ লক্ষ কোটি টাকায় দাঁড়াবে বলেও আশঙ্কা করছে তারা। যা পুষিয়ে দিতে ভর্তুকি গুনতে হবে কেন্দ্রকে।
কিন্তু রাজকোষ ঘাটতিতে রাশ টানতে পেট্রোপণ্যের ভর্তুকি কিছুটা অন্তত কমাতে চায় কেন্দ্র। যে কারণে যত দিন সংস্থাগুলির ক্ষতি না মেটে, তত দিন ডিজেলে প্রতি মাসে এবং রান্নার গ্যাসে তিন মাস অন্তর দাম বাড়ানোর প্রস্তাব গত মাসেই দিয়েছিল তেল মন্ত্রক। তার পর ১৮ জানুয়ারি ডিজেলের দামের উপর নিয়ন্ত্রণ আংশিক ভাবে তুলে নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। |