টুকরো খবর
প্রভিডেন্ট ফান্ডে ৮.৫০% সুদ দেওয়ার ইঙ্গিত
কর্মী প্রভিডেন্ট ফান্ডের পাঁচ কোটিরও বেশি সদস্য চলতি অর্থবর্ষে ৮.৫০% সুদ পেতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। পিএফের উপদেষ্টা ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির (এফআইসি) বৈঠকে শুক্রবার এ নিয়ে কোনও আলোচনা না হলেও, ০১২-’১৩ অর্থবর্ষের জন্য পিএফের সুদের হার ৮.৫০% হতে পারে বলে খোদ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এর তরফে ইঙ্গিত মিলেছে। আগের অর্থবর্ষে ওই হার ছিল ৮.২৫%। উপদেষ্টা এফআইসি-র খতিয়ে দেখার জন্য তৈরি নোটে ইপিএফও কর্তৃপক্ষ জানিয়েছে, ৮.৫০% সুদ দেওয়া যাবে। কিন্তু আগে থেকে আলোচ্যসূচির মধ্যে না থাকায় এ দিন বিষয়টি নিয়ে কথা বলতে চাননি বৈঠকে উপস্থিত ইউনিয়নের নেতারা। ফলে এ বার প্রস্তাব সরাসরি পেশ করা হবে আগামী ২৫ ফেব্রুয়ারি বসতে চলা অছি পরিষদের বৈঠকে।

আন্দোলনে নামছেন পিএফ কর্মীরা
বকেয়া পাওনা ও পদোন্নতি-সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামতে চলেছে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ডের কর্মীরা। সেই আন্দোলনের অঙ্গ হিসেবে আগামী ২১ মার্চ এক দিনের ধর্মঘটের ডাকও দিয়েছে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড স্টাফ অ্যাসোসিয়েশন। তবে ধর্মঘটে যাওয়ার আগে টানা এক মাস বিক্ষোভ, সমাবেশ-সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন পিএফ কর্মীরা। তাতেও কাজ না-হলে তবেই ধর্মঘটে সামিল হবেন তাঁরা। সংগঠনের সাধারণ সম্পাদক গোবিন্দ চট্টোপাধ্যায় জানান, কর্মীদের বকেয়া এবং পদোন্নতি-সহ বিভিন্ন দাবির ভিত্তিতেই তাঁরা আন্দোলনে নামছেন। তাঁর কথায়, “দীর্ঘ দিন ধরেই ওই সব দাবিগুলি জানিয়ে আসছি। কিন্ত কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না। তাই বাধ্য হয়েই ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে।”

ব্যবসা বাড়াতে
এ বার গ্রামাঞ্চলে বাজারের দখল বাড়াতে উদ্যোগী হল ভোগ্যপণ্য সংস্থা ইমামি। সংস্থার অন্যতম কর্তা নরেশ বনশালির দাবি, ব্যবসার প্রায় ৪৫% সেখান থেকে আসে। তাই সেখানে বিপণন ও বণ্টনের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যবস্থা।

পেনশন নিয়ে দাবি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ধাঁচে পেনশন সংশোধনের দাবি জানালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ও অফিসাররা। ব্যাঙ্ক অফ বরোদা রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমল ঘোষ বলেন, “নভেম্বর ২০০২-এর আগে ও পরে অবসরপ্রাপ্তদের মধ্যে পার্থক্য করায় অনেকের ক্ষতি হচ্ছে।”

সংস্থা অধিগ্রহণ
ব্রাজিলের উপদেষ্টা সংস্থা কমপ্লেক্স আইটি-র ৫১% শেয়ার নিল মহীন্দ্রা সত্যম। তবে লগ্নির অঙ্ক জানায়নি সংস্থা। ২০১৪-র বিশ্বকাপ ফুটবল, ২০২০-তে অলিম্পিক আয়োজন করবে ব্রাজিল। সেই বাজার ধরতেই উদ্যোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.