শ্লীলতাহানি, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শ্লীলতাহানির অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বর্ধমানের কৃষিখামারের কাছে। পুলিশ জানায়, ঠাকুর দেখে বাড়ি ফিরছিল এক কিশোরী। তখন বাইকে চড়ে পাশ দিয়ে যাওয়া তিন যুবক তার ওড়না ধরে টানে বলে অভিযোগ। কিশোরীর চিত্কার শুনে দু’জনকে ধরে ফেলেন আশপাশের লোকজন। এক জন পালায়। ধৃতদের নাম ব্রজশ্যাম সাহা ও অমিত পাসোয়ান। তারা কালনা ফটক ও রায়নগরের বাসিন্দা। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় জানান, পলাতকের খোঁজে তল্লাশি চলছে।
|
মন্তেশ্বরে আক্রান্ত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
|
বিকাশ মণ্ডল।
—নিজস্ব চিত্র। |
বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন এক ব্যক্তি। মন্তেশ্বরের মালডাঙা বাজারের ঘটনা। ওই বাজারে বিকাশ মণ্ডলের দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি পুলিশকে জানান, বাড়ি ঢোকার মুখে তিন জন এসে তাঁকে আটকায়। এক জন রিভলভারের বাঁট দিয়ে মাথায় মারে ও অন্য এক জন এসে কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ কেড়ে নেয়। তাঁকে স্থানীয় বাসিন্দারা মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত। সপ্তাহখানেক আগেই স্থানীয় মানুষ এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগে স্মারকলিপি দেয় থানায়। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
ছোটদের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ধ্রুবতারা সাহিত্য ও সংস্কৃতি পত্রিকার উদ্যোগে বর্ধমান সিএমএস এবং টাউন স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যোগ দিল প্রায় ৮০০ কচিকাঁচা। ধ্রুবতারার সম্পাদক মোসারফ আজম জানান, দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় দেড়শো জন কৃতীকে পুরস্কৃত করা হবে রবিবার বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে। |