নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় ‘জোর করে বিষ খাইয়ে’ মেয়েকে খুন করার অভিযোগ করলেন মুর্শিদাবাদের সালার থানার রাইগ্রামের বাসিন্দা ভগীরথ ঘোষ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে মৃত্যু হয় পূরবী ঘোষ (৩০) নামে এক বধূর। তাঁর শ্বশুরবাড়ি কেতুগ্রাম থানার জামালপুর গ্রামে। তাঁর বাবা ভগীরথবাবু শুক্রবার পূরবীর স্বামী সঞ্জয় ঘোষ ও তাঁর শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন’মাস আগে সঞ্জয় ও পূরবীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পূরবীর উপর মানসিক ও শারীরিক অত্যাচার হত। দিন তিনেক আগে মেয়ের শ্বশুরবাড়ি যান ভগীরথবাবু। অভিযোগ, সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে। তাঁর দাবি, বুধবার পূরবী তাঁকে ফোন করে জানান, তাঁর উপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করছেন। বৃহস্পতিবার দুপুরে জানতে পারেন, কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
ভগীরথবাবু বলেন, “হাসপাতালে এসে জানতে পারি, পূরবীকে কে বা কারা হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গিয়েছে। ওর শ্বশুরবাড়ির লোকজনকেও দেখতে পাইনি। আমাদের ধারণা, জোর করে মুখে বিষ ঢেলে খুন করা হয়েছে তাঁকে। দোষীদের শাস্তির দাবিতে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছি।” পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |