ডাকে তোয়ালে মোড়া মিষ্টি স্বপ্ন...

খুদে সরস্বতী
রচপালের নজর।
চোখ চলে গেল আতস কাচে। নিচু হয়ে দেখতে দেখতে ‘দারুণ প্রতিমা’ বলে উঠলেন রাজ্যের পরিকল্পনা ও রূপায়ণ দফতরের মন্ত্রী রচপাল সিংহ। কালনা শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রোহিনীতারার মণ্ডপের প্রতিমা। উচ্চতা মাত্র ২ মিলিমিটার। মুসুরডালের উপর মাটির প্রতিমা। তৈরি করেছেন ব্যারাকপুরের এক শিল্পী। মন্ত্রীর পর প্রতিমা দেখতে আসেন রাজ্যের ক্ষুদ্র কুটিরশিল্প ও ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। প্রতিমা দেখে আপ্লুত তিনিও।

থিমে লড়াই
‘গরিবের বেঁচে থাকার লড়াই’এবারের থিম হাটকালনা পঞ্চায়েতের সিংরাইল গ্রামের মিলন সঙ্ঘের পুজোর। শীতের রাতে আগুন পোহানো বা হাতে তৈরি কুলো বিক্রির দৃশ্য রয়েছে মণ্ডপ সজ্জায়। ক্লাব সদস্যেরা নিজেদের উদ্যোগেই গড়েছেন এই মডেলগুলি।

দুলেপাড়ার পুজো
মণ্ডপের চাকচিক্য বা বাহারি প্রতিমা। তেমন কিছুই নয়। কিন্তু সুলতানপুর পঞ্চায়েতের উপলতি গ্রামের দুলেপাড়া ক্লাবের পুজোর উদ্যোক্তাদের বেশির ভাগই খেতমজুর। প্রায় প্রতিদিনই নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু সরস্বতীপুজোর দিনই মণ্ডপ প্রাঙ্গণে অন্ন ভোগের আয়োজন। খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েসতৃপ্তি করে খান গ্রামের মানুষ।

মিষ্টি প্রতিমা
আহা, সন্দেশ!
মণ্ডপ ভর্তি পিঁপড়ে। হবেই তো! এবারের রঙপাড়াপ সমাপ্তি সঙ্ঘের প্রতিমা যে সন্দেশের তৈরি। ক্লাবের সদস্যেরা জানান, মণ্ডপের ভিড় সামলাতে যখন ব্যস্ত তাঁরা, পিঁপড়ের দল খেয়ে নিয়েছে প্রতিমার ঠোঁটের খানিকটা। তড়িঘড়ি অবশ্য মেরামত করে দেওয়া হয়েছে তা। এক পুজো উদ্যোক্তার কথায়, “এক দিকে পিঁপড়ের সার, অন্য দিকে, জনতার ভিড়। সামলাব কী ভাবে, বুঝতে পারছি না।”

তোয়ালের বৌদ্ধমঠ
কী নরম...
তোয়ালের টুকরো কেটে কেটে বৌদ্ধ মঠের আদলে তৈরি হয়েছে চারাবাগান সবুজ সমিতির মণ্ডপ। দেওয়ালে নানা দেবদেবীর মূর্তি। সামাজিক সচেতনতা প্রসারে বিভিন্ন খবরের কাগজের বিভিন্ন কাটিং ফ্রেম বন্দি করে মণ্ডপের বাইরে সাজিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।

ডাকের সাজে
সাজাব যতনে।
পুরনো ডাকের সাজই প্লাস পয়েন্ট ভাদুড়িপাড়ার জুবলি স্টার ক্লাবের প্রতিমার। রয়েছে বংবাহারি চুমকির কাজও। বাঁশ, চট আর কুলো দিয়ে তৈরি ক্লাবের মণ্ডপ। দেওয়ালের কারুকার্য চোখ টানছে দর্শকদেরও।

সরস্বতীর ঘর
বাবুই পাখির বাসায় বাগদেবীর অধিষ্ঠান। সত্যি সত্যি নয়। বাসার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমাও মাটির। ক্লাব সদস্যদের বক্তব্য, বাবুই পাখির বাসা ক্রমশ হারিয়ে যাচ্ছে। পুজো মণ্ডপে যদি ফিরিয়ে আনা যায় তাকে।

প্লাস্টারে পুজো
রাজধানীর অক্ষয় মন্দিরের আদলে তৈরি হয়েছে শহরের লক্ষ্মণপাড়ার রয়্যাল ক্লাবের প্লাস্টার অফ প্যারিসের মণ্ডপ। রয়েছে প্লাই উডের নানা কারুকার্যও। প্রতিমাও প্লাস্টারের। মূল আকর্ষণ, একেবারে নিখুঁত কাজ।

হাতা খুন্তি নিয়ে
ঘটি, বাটি, হাতা, খুন্তিলক্ষ্মীর সংসার দিয়ে তৈরি হয়েছে সরস্বতীর মণ্ডপ। শহরের ভাদুড়িপাড়ার পুজোর অভিনবত্ব এটাই। উদ্যোক্তারা জানান, একঘেয়েমি কাটাতেই এই নতুন ব্যবস্থা।

স্বপ্নের ঘুরপাক
কালনা কালীনগর পাড়া এলাকার মণ্ডপে ঘুরন্ত চমক। সেখানে বড় একটা সরার মতো চাকতির মধ্যে সরস্বতীর মুখ। সামনে ফুলদানির সার। সেই চাকতি আবার ঘুরছে। উদ্যোক্তারা বললেন, থিম নাকি ‘স্বপ্ন’।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.