ছত্তীসগঢ়ে সাংবাদিককে কুপিয়ে খুন |
এক সাংবাদিককে পিটিয়ে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল একদল ‘দুষ্কৃতি’। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের তোংপাল থানা এলাকার লেদাগ্রামে। তোংপাল থানা থেকে তিন কিলোমিটার দুরে নেমিচাঁদ সিংহ নামে এক সাংবাদিকের দেহ উদ্ধার করে পুলিশ। এই খুনের পেছনে মাওবাদীরাই জড়িত বলে অনুমান পুলিশের। তবে খুনের কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ইভটিজিংয়ের প্রতিবাদ, আক্রান্ত কিশোরী |
দীর্ঘ দিন ধরেই স্থানীয় এক যুবক উত্যক্ত করছিল নবম শ্রেণির এক ছাত্রীকে। গতকাল রাতে ওই কিশোরী যখন তাঁর বাবার সঙ্গে বাড়ি ফিরছিল, তখন তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে ওই যুবক। কিশোরী প্রতিবাদ করলে ওই যুবক ছুরি নিয়ে হামলা করে তাঁর উপর। এলোপাথাড়ি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই কিশোরী। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কিশোরীর বাবাও। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার তেলকল পাড়ায়। আক্রান্ত কিশোরী ও তাঁর বাবা পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে চিকিত্সাধীন। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় অভিযুক্ত যুবক বাবন বাউড়ি পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |