|
|
|
|
ফাঁকিবাজি, সতর্কতা শিক্ষামন্ত্রীর |
নিজস্ব প্রতিবেদন |
উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুলের শিক্ষকদের একাংশকে ফাঁকিবাজ বলে উল্লেখ করে তাঁদেরকে সতর্ক করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে প্রাথমিক স্কুল শিক্ষকদের দূরশিক্ষায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “জেলার প্রাথমিক শিক্ষকদের একাংশ ফাঁকিবাজ, অপদার্থ ও বাজে বলে আমার কাছে খবর এসেছে। তাঁদের শিক্ষায় একদিকে যেমন জাতি ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি বড় অংশের শিক্ষকদের বদনাম হচ্ছে। আপনারা যদি কেউ মনে করেন শাসক দলের কর্মী সমর্থক হওয়ার সুযোগ নিয়ে ক্লাস ছেড়ে রাজনীতি ও আন্দোলন করবেন, আর সরকার চুপ করে বসে থাকবে তাহলে ভুল করছেন। আপনারা সে সব ভুলে যান। পূর্বের সরকারের আমলের ওই সংস্কৃতি আমরা ভেঙে দেব। স্কুলের উন্নয়ন, বেতন বাড়ানো ও আংশিক সময়ের শিক্ষকদের নানা দাবি মেটানোর ব্যপারে উপযুক্ত ব্যবস্থা নেব। তবে ফাঁকিবাজ শিক্ষকদের রেয়াত করব না।”
শিক্ষামন্ত্রী জানান, জেলার ১৪৯৫ প্রাথমিক স্কুলের প্রায় ৫ হাজার শিক্ষক ঠিকমতো ক্লাস নিচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নেতৃত্বে ১৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়ে একটি জেলাভিত্তিক প্যানেল কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কমিটির সদস্যরা নিয়মিত জেলার প্রতিটি স্কুল পরিদর্শন করবেন। মন্ত্রী বলেন, “প্যানেল কমিটির সদস্যরা স্কুলে শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না তা খতিয়ে দেখবেন।”
এদিণ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রাথমিক শিক্ষা সংসদ আয়োজিত এক কর্মশালায় যোগ দেন শিক্ষা মন্ত্রী। সেখানে তিনি জানান, পশ্চিমবঙ্গের ৭০ হাজার নন ট্রেন্ড প্রাথমিক শিক্ষকের চাকরির সুরক্ষা দেবে রাজ্য সরকার। ওই কর্মশালায় উপস্থিত জেলার নন ট্রেন্ড প্রায় দু’হাজার প্রাথমিক শিক্ষকদের দু’বছর ও এক বছরের মেয়াদে প্রশিক্ষণের জন্য সরকারি ভাবে নাম নথিভূক্ত করা হয়। শিক্ষামন্ত্রীর দাবি, “দেড় বছরে রাজ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। ১৭ থেকে রাজ্য শিক্ষাক্ষেত্রে ৩ নম্বরে এসেছে।” |
|
|
|
|
|