নেতার ভূমিকায় ক্ষোভ নিচুতলায় |
সরকারি দফতরে কর্মী নিয়োগ, শংসাপত্র থেকে ক্লাবকে টাকা প্রদান নিয়ে স্থানীয় বিধায়ক তথা কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তীর ভূমিকা নিয়ে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলনে ওয়ার্ড সভাপতি নারায়ণ সিংহের প্রতিবেদনে ওই ধরনের একাধিক অভিযোগ করা হয়েছে। দলীয় সূত্রের খবর, ওই সম্মেলনে উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র এবং কার্যকরী জেলা সভাপতি বিপ্লব খাঁর সামনে প্রতিবেদনের উপর আলোচনা করতে গিয়ে প্রতিনিধিরা বিষয়গুলি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
বিধায়ক কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী শুধু বলেন, “কোনও অভিযোগই সঠিক নয়। না জেনে বুঝে ওই সব অভিযোগ করা হয়েছে। আর কিছু বলব না।” আর দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “দলের সম্মেলনই তো সমস্যা-অভিযোগের বিষয়গুলি উঠে আসে। এটা তো স্বাভাবিক ঘটনা। সব দলের সম্মলেই এমনটা হয়ে থাকে। তবে ওয়ার্ড কমিটির সম্মেলনে যে অভিযোগগুলি করা হয়েছে তা নিয়ে জেলা কমিটির বৈঠকে আলোচনা করা হবে।” প্রতিবেদনে বলা হয়েছে, দুঃস্থ বাসিন্দার হাসপাতালে বিনামূল্যে চিকিত্সার জন্য ‘নো-ইনকাম’ সার্টিফিকেট প্রয়োজন ছিল। বহুবার ঘোরার পরেও বিধায়ক তাঁকে তা দেননি। পরে ওই বাসিন্দা মারাও যান। দলের বুথ স্তরের কর্মীদের এর জন্য স্থানীয় মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে। এ ছাড়া সরকারি দফতরে কর্মী নিয়োগের ক্ষেত্রে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয়নি। ওয়ার্ড সভাপতিরাই এ সব নিয়ে কিছুই জানতে পারছেন না। উল্লেখ্য, বালুরঘাটে কৃষি দফতর এবং পিএইচই দফতরে সম্প্রতি কর্মী নিয়োগ নিয়ে কারামন্ত্রীর বিরুদ্ধে স্বজনপোষনের অভিযোগ তুলে ইতিমধ্যে বামেরাও আন্দোলনে নেমেছে। সেই সঙ্গে মানুষের সঙ্গেও মন্ত্রী ভাল ব্যবহার করছেন না বলে অভিযোগ উঠছে। রাজ্য সরকারের ক্রীড়া দফতরের তরফে বিভিন্ন ক্লাবকে ২ লক্ষ টাকা দেওয়ার বিষয়ে প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়েছে, তৃণমূল কমিটির কোনও বৈঠক বা রেজুলেশন না করেই বালুরঘাটের বিভিন্ন ক্লাবকে ব্যক্তিগত সুপারিশে দু’বার ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আরএসপি পরিচালিত বালুরঘাট পুরসভার বিরুদ্ধেও টাউন কমিটি কেন লাগাতার আন্দোলন করছে না তা নিয়ে সম্মেলনে প্রশ্ন তোলা হয়েছে। ওয়ার্ড কমিটির সভাপতি নারায়ণ সিংহ বলেন, “আমাদের দলের স্বার্থে যে যে সমস্যা হচ্ছে সবই প্রতিবেদনে লেখা হয়েছে।”
|
ডাকাত দলের খোঁজে বিহারে নানা এলাকায় তল্লাশি অভিযান শুরু করল ইসলামপুর মহকুমা পুলিশ। বিহারের ঠাকুরগঞ্জ সংলগ্ন পাহারকাটা থানার পুলিশে সঙ্গে রবিবার রাত থেকে ওই অভিযান চলছে। ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুবিমল পাল বলেন, “বিহার পুলিশের সঙ্গে যৌথ ভাবে তল্লাশি চালানো হচ্ছে।” শনিবার রাতে ইসলামপুর থানার শান্তিনগর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না লুঠ করে বিহারের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী ও তাঁর পরিবারের লোককে পেটায়। জখম ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করানো হয়।
|
তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ। সোমবার দুপুরে দিনহাটা কলেজে ঘটনার জেরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষকদের প্রায় তিন ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র ফ্রন্টের সমর্থকরা। বিক্ষোভ চলার সময়েই কলেজের এক অস্থায়ী কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলে জখম ওই অস্থায়ী কর্মী টিঙ্কু ভট্টার্চাযকে দিনহাটা হাসপাতালে ভর্তি করায়।
|
উত্তর দিনাজপুর জেলা বইমেলা আজ, মঙ্গলবার শুরু হচ্ছে ইসলামপুর হাই স্কুল ময়দানে। মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। |