|
|
|
|
ইংরেজবাজার বিধানসভা |
উত্তেজনায় আধা সেনা আজ থেকে |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
পোস্টার ছেঁড়া ও ভীতি প্রদর্শনকে কেন্দ্র করে ইংরেজবাজার উপনিবার্চনে উত্তেজনার পারদ চড়ছে। উত্তেজনা সামাল দিতে আজ, মঙ্গলবার থেকে আধা সামরিক বাহিনী উত্তেজনাপ্রবণ এলাকায় রুটমার্চ করবে। সোমবার জেলাশাসক শ্রীমতি অর্চনা এবং জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় যৌথভাবে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। জেলাশাসক বলেন, “ইংরেজবাজার বিধানসভা এলাকায় ২৫৩টি বুথের মধ্যে সাতটিকে উত্তেজনাপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার দুই কোম্পানি আধা সামরিক বাহিনী মালদহে আসবে। উত্তেজনাপ্রবণ এলাকায় রুটমার্চ করবে।” জেলা পুলিশ সুপার বলেন, “উপনিবার্চনের গোলমাল রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে। এখন পর্যন্ত ১৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক সহ সমস্ত রাজ্য সড়কে পেট্রলিং বাড়ানো হয়েছে। সীমান্তে পুলিশ ও বিএসএফ যৌথভাবে পেট্রলিং করবে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটাদাতার সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ৭৯৯। মাত্র ৬ ভোটার ছাড়া বাকিদের সচিত্র পরিচয়পত্র বিলি করা হয়েছে। এবার প্রথম ইংরেজবাজার বিধানসভার ১০০ শতাংশ ভোটদাতা পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। এ দিকে কংগ্রেস, তৃণমূল ও সিপিএমের তরফে একে অন্যের বিরুদ্ধে পোস্টার ছেঁড়া ও ভীতি প্রদর্শনের অভিযোগ পাল্টা অভিযোগ সামাল দিতে পুলিশের কালঘাম ছুটছে। এ দিন জেলা কংগ্রেস পার্টি অফিসে প্রদেশ কংগ্রেস নেতা মানস ভুঁইয়া তৃণমূল প্রার্থী রাজ্যের পযর্টন মন্ত্রীকে খাঁচার পাখি বলে কটাক্ষ করে বলেন, “খাঁচার পাখি উড়ে গিয়েছে। সে যখন তৃণমূল থেকে কংগ্রেসে এসেছিল তখন বরকতদা বলেছিলেন ওতো খাঁচার পাখি। বেশি দিন খাঁচায় থাকতে পারবে না। ফের উড়ে যাবে।” মানসবাবু অভিযোগ করেন, কৃষ্ণেন্দু চৌধুরীর অনুগামীরা বালুচরে কংগ্রেস প্রার্থীর পোস্টার ছিঁড়েছে। কটূক্তি করছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের তরফে কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী পাল্টা অভিযোগ করেন, কংগ্রেস প্রার্থী রাতে নিজে দাঁড়িয়ে লোক দিয়ে কানির মোড় থেকে কোতোয়ালি পর্যন্ত রাস্তার ধারে তৃণমূলের সমস্ত পোস্টার খুলে নিয়েছে। দলের সাধারণ সম্পাদক কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, “শুধু পোস্টার খোলা নয়। আমার ছবি বিকৃত করা হচ্ছে।” সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “তৃণমূল বহু পোস্টার ছিড়েছে। নির্বাচন কমিশনে জানানো হয়েছে।”
|
একনজরে |
মোট ভোটদাতা—
২ লক্ষ ১৯৭৯৯।
মহিলা ভোটদাতা—
১ লক্ষ ৬৩৫৬
পুরুষ ভোটদাতা—
১ লক্ষ ১৩ ৪৪৩
ভোটগ্রহণ কেন্দ্র— ২৫৩টি
উত্তেজনাপ্রবণ বুথ— ৭টি |
|
|
|
|
|
|