নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ইন্দাস থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, প্রসেনজিৎ মাঝি নামে বছর ২৫--এর ওই যুবককে রবিবার রাতে শান্তাশ্রম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী ২০১০ সালের মে মাসে ইন্দাস থানায় তাঁরই পড়শি প্রসেনজিৎ মাঝির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত যুবক। সম্প্রতি তাঁর নামে গ্রেফতারি পরোয়না জারি করেছিল বিষ্ণুপুর আদালত। সোমবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন।
|
আদ্রার দক্ষিণ পূর্ব রেলওয়ে গার্লস হাইস্কুলের প্রেক্ষাগৃহে রবিবার সন্ধ্যায় হয়ে গেল আবৃত্তি সন্ধ্যা। ‘পায়ে পায়ে ৩৩’ শীর্ষক ওই অনুষ্ঠানের উদ্যোক্তা আদ্রার আবৃত্তি পরিষদ। রেলশহরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা হিসাবে তেত্রিশ বছর আগে কাজ শুরু করেছিল আবৃত্তি পরিষদ। রবিবার সংস্থার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠান হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার জয়তী চট্টোপাধ্যায়। স্কুলের প্রেক্ষাগৃহে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আদ্রার সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র অসীম মুখোপাধ্যায়। সংবর্ধনা দেওয়া হয়েছে আদ্রার প্রবীন বাসিন্দা তথা কবি সাহিত্যিক বিমল ভট্টাচার্যকে।
|
কিশোরীকে বাড়িতে পাঠাল আদালত |
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
বিষ্ণুপুরের একটি হোম থেকে পাঁচ দিন আগে পালিয়ে যাওয়া এক কিশোরীকে বর্ধমান থেকে উদ্ধার করে আনল পুলিশ। ইন্দাসের আমরুল গ্রামের বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরী গত নভেম্বর মাস থেকে নিখোঁজ ছিল। গত ৩১ জানুয়ারি পাত্রসায়রের বালসি গ্রাম থেকে তাকে উদ্ধার করার পরে আদালতের নির্দেশে বিষ্ণুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত একটি হোমে তাকে রাখা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি নজরদারি এড়িয়ে সে ওই হোম থেকে পালিয়ে গিয়েছিল। ইন্দাস থানা এলাকার ওই ওই কিশোরীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন হোম কর্তৃপক্ষ। পুলিশের এক আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় বর্ধমান সদর থেকে তাকে উদ্ধার করে আনা হয়েছে। তাকে সোমবার ফের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাকে পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।
|
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ফুল নিয়ে বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। জয়ন্তী নন্দী (৫০) নামে ওই প্রৌঢ়ার বাড়ি পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকার দর্জিপাড়ায়। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছিল। ওই দিন জখম অবস্থায় তাঁকে প্রথমে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার সেখান থেকে পাঠানো হয় ঝাড়খন্ডের বোকারো স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় ফের পুরুলিয়া সদর হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়েছিল। রবিবার রাতে তিনি মারা যান।
|
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার বাঁকুড়া জেলার ব্লকে ব্লকে নারী পুরুষ হাতে হাত ধরে মানব বন্ধন কর্মসূচি পালন করল। উদ্যেক্তা ছিল ডিওয়াইএফ ও মহিলা সমিতি। ডিওয়াইএফ-এর বাঁকুড়া জেলা সভাপতি সুজয় চৌধুরী বলেন, “গোটা দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। তারই প্রতিবাদে রাজ্য জুড়েই আমরা এই কর্মসূচি নিয়েছিলাম।” |