উত্তর ২৪ পরগনায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাবরা শাখার নিখোঁজ ম্যানেজারকে উদ্ধার করল পুলিশ। গত শনিবার দুপুর তিনটে থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয় তাঁর পরিবারের তরফে। তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত রবিবার রাতে হারবার মসলন্দপুর স্টেশন থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ব্যাঙ্কের হাবরা শাখায় অডিট চলছিল। সেই সময়েই বিক্রম দত্ত নামে ওই ম্যানেজার নিখোঁজ হন। রাতে তাঁর পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় হাবরা থানায়। বিক্রমবাবুর বাড়ি হুগলির চুঁচুড়ায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিক্রমবাবু মসলন্দপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ছিলেন। রবিবার রাতে সেখান থেকে বেরিয়ে মসলন্দপুর স্টেশনে আসেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। কেন তিনি হঠাৎ ব্যাঙ্ক থেকে ওই ব্যবসায়ীর বাড়িতে চলে গেলেন সে প্রশ্নের কোনও সদুত্তর বিক্রমবাবু দিতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।
|
ডায়মন্ড হারবারের মগরাহাট থানার মহেশপুরে রবিবার সন্ধ্যায় মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নামে পারুল সর্দার (২৭) ও সুদেষ্ণা সর্দার (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ন’বছর আগে উস্থি থানা এলাকার বাহিরপুয়া গ্রামের পারুলদেবীর সঙ্গে শিবশঙ্কর সর্দারের বিয়ে হয়। ওই দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি ছিল না বলে প্রতিবেশীদের দাবি। রবিবার সন্ধ্যায় ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পারুলদেবীর স্বামী সেই সময় বাড়ি ছিলেন না। প্রতিবেশীরাই তাঁদের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় বধূর বাপের বাড়ির তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কী ভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা জানা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।
|
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির যোগেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন ও পুনর্মিলন উৎসব পালিত হল। তিনদিনব্যাপী উৎসব শেষ হয় সোমবার। শনিবার স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উৎসবের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মণ্টুরাম পাখিরা। উপস্থিত ছিলেন মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কংসমোহন কয়াল, উৎসব কমিটির সম্পাদক উদয় মণ্ডল প্রমুখ।
|
সাইকেলের পিছনে চেপে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। তাঁর নাম অর্পিতা ঘোষ (২৪)। রবিবার সন্ধ্যায় গাইঘাটার গোপালপুর এলাকায় যশোহর রোডে ওই দুর্ঘটনা ঘটে। অর্পিতাদেবীর বাড়ি স্থানীয় শিমুলিয়া পাড়ায়। |