পশ্চিমবঙ্গে এখন তোলাবাজেরাই রাজত্ব করছে বলে ক্ষমতাসীন দলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
সোমবার হাওড়ার ডোমজুড়ের কোলড়া কারবালা মাঠে এক দলীয় জনসভায় বক্তৃতা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সূর্যবাবু বলেন, “রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল বা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে ঠিকাদার পাওয়া যাচ্ছে না। কারণ তোলা দিতে গিয়ে ঠিকাদারদের লাভ থাকছে না। সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে এ কথা। রাজ্যে এখন তোলাবাজরা এতটা সক্রিয় যে রাস্তার ধারে যাঁরা ফুচকা বিক্রি করেন তাঁকেও তোলা দিতে হচ্ছে।”
সব্জির দাম বাড়ার জন্যও তোলাবাজিকে দায়ী করে সূর্যকান্তবাবু বলেন, “এখন পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা কিলো। রাজ্য সরকার কৃষিজ পণ্য বিপণনের উপরে ১ শতাংশ কর বসিয়েছে। তার উপরে বিভিন্ন পর্যায়ে তৃণমূল-আশ্রিত তোলাবাজদের টাকা দিতে হচ্ছে সব্জি বিক্রেতাদের। তার ফলেই দাম বাড়ছে।”
রাজ্যের শিল্পনীতির সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন, “বিনিয়োগে সাফল্যের খতিয়ান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেকে ৯০ শতাংশ নম্বর দিচ্ছেন। অথচ বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে ঠিক উল্টো ছবি। মাত্র ২ শতাংশ বিনিয়োগ এই সরকারে আমলে হয়েছে। নতুন কলকারখানা তো এখানে হচ্ছেই না। উল্টে সব চলে যাচ্ছে। শুধু কলকারখানা নয়, ভাল চিকিৎসক, অধ্যাপক সকলেই রাজ্য ছেড়ে পালাতে চাইছেন। তাঁরা বুঝে গিয়েছেন এখানে তাঁদের কোনও ভবিষ্যৎ নেই।”
বর্তমান শাসক দল প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী সমালোচনা করে বলেন, “রাজ্য জুড়ে এখন তৃণমূলের সন্ত্রাস চলছে। আমাদের বা অন্য দলের কর্মী-সমর্থকদের মারধর তো চলছেই। এখন তৃণমূলের লোকও নিজেদের দলের হাত থেকে রেহাই পাচ্ছেন না।” তৃণমূল সমর্থকদের তৃণমূলীদের হাত থেকে রক্ষা করতে গেলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলেও কটাক্ষ করেন তিনি।
বিডিওদের কাছে নিজের মোবাইল নম্বর দিয়ে তাঁদের সরাসরি যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই কাজের সমালোচনা করে সূর্যকান্তবাবুর বলেন, “মুখ্যমন্ত্রী আসলে কাউকেই বিশ্বাস করছেন না। তাই বিডিওদের সঙ্গে নিজে যোগাযোগ রাখছেন।” |