বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বনগাঁ স্টেডিয়ামে। মহকুমার বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজ, ক্লাব থেকে দেড়শো প্রতিযোগী রবিবার এই ক্রীড়ায় যোগ দিয়েছিলেন। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সুব্রত বক্সী। উপস্থিত চিলেন মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য, এসডিপিও রূপান্তর সেনগুপ্ত, বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ-সহ ক্রীড়া সংস্থার কতার্রা। |
অনূর্ধ্ব ১৪, ১৮ এবং সাদারণ বিভাগে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়। অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে অতনু পাড়ুই। অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথন স্থান অধিকার করেছে লোনা সরকার। অনূর্ধ্ব ১৮ বালিকা বিভাগে ১০০ ও ৪০০ মিটারে প্রথম হয়েছে মুক্তি মালাকার। সাধারণ বিভাগে পুরুষদের ১০০ মিটার দৌড়ে প্রথম নবীন পাটোয়ারি সময় করেছেন ১১.৬ সেকেন্ড। লং জাম্পেও তিনি প্রথম হন। ১০০ ও ৪০০ মিটার দৌড়ে মহিলাদের বিভাগে প্রথম হয়েছেন জয়ন্তী মালাকার। পুরুষদের ৪০০ মিটারে প্রথম হন সাহাবুদ্দিন দফাদার। ১৫০০ মিটার দৌড়ে নেপাল রায় প্রথম স্থান অধিকার করেন। শটপাটে জয়ী হয়েছেন সুজিত পালিত। মহিলাদের বিভাগে জয়ী হয়েছেন বৈশাখী বিশ্বাস। লং জাম্পে মহিলাদের বিভাগে জয়ী হন জয়ন্তী মালাকার। |