নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অবনমনের ভূত ঘাড় থেকে নামানো যাবে কি না তা সময় বলবে। কিন্তু জরিমানার ভূতও যে পিছু ছাড়ছে না মোহনবাগানের।
নিশানার বদল। আই লিগ থেকে এ বার কলকাতা লিগ। মঙ্গলবার ঘরোয়া লিগে ওডাফাদের প্রতিপক্ষ ব্যারেটোদের ভবানীপুর। ময়দানে যাঁদের পরিচয় ‘ছোট মোহনবাগান’ হিসাবে। সবুজ-মেরুনের শীর্ষ কর্তাদের অনেকেই রয়েছেন এই ক্লাবের বিভিন্ন পদে।
ভবানীপুরের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে গঙ্গাপারের তাঁবুতে ফের হাজির সেই জরিমানার ভূত। শনিবার ডার্বি ম্যাচে বিরতির পর মাঠে নামতে তিন মিনিট দেরি করেছিল টোলগে-নবিরা। তার জন্যই এ বার মোহনবাগানকে কুড়ি হাজার টাকা জরিমানা করেছে ফেডারেশন। সোমবারই সেই জরিমানার ই-মেল পাঠিয়ে দেওয়া হয়েছে গঙ্গাপারের তাঁবুতে।
আই লিগের সিইও সুনন্দ ধর বললেন, “এই নিয়ে তৃতীয় বার মাঠে দেরি করে নামল মোহনবাগান। প্রথম বার সতর্ক করা হয়েছিল। দ্বিতীয় বার ইউনাইটেড সিকিম ম্যাচে একই ভুল করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।” |
দুই লিগে মোটিভেশনের দুই মুখ মোহনবাগানে। আই লিগে যখন অবনমন বাঁচানোর লড়াই টোলগে-ওডাফাদের, তখন কলকাতা লিগে বাগান কোচ করিম বেঞ্চারিফার লক্ষ্য সম্পূর্ণ উল্টো। ঘরোয়া লিগের ‘সুপার নাইন’-এ আট ম্যাচ জিতে খেতাব ঘরে তুলতে মরিয়া সবুজ-মেরুন শিবির। করিমের কথায়, “কলকাতা লিগ জিতলে ফুটবলারদের মনোবল, আত্মবিশ্বাস বাড়বে। আই লিগের পরবর্তী রাউন্ডের আগে দলের কম্বিনেশনও ঠিক করে নেওয়া যাবে।”
আই লিগে মোহনবাগানের পরবর্তী ম্যাচ ১৬ মার্চ গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। অবনমনের জাল কেটে বেরোতে ‘মরণ-বাঁচন’ এগারো ম্যাচের থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তোলার রসদ কলকাতা লিগ থেকেই তুলে নিতে ওডাফাদের তাতাচ্ছেন করিম। চাইছেন কলকাতা লিগ খেলিয়ে দলকে আরও সঙ্ঘবদ্ধ করতে।
ঘরোয়া লিগের ‘সুপার নাইন’-এ প্রথম ম্যাচে এরিয়ানকে ৪-১ হারিয়েছে করিমের দল। উল্টো দিকে, চার ম্যাচে ভবানীপুরের পয়েন্ট ছয়। চোট সারিয়ে মঙ্গলবারই দীর্ঘদিন পর পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামছে তাদের ব্রাজিলীয় ‘গোলমেশিন’ হোসে রামিরেজ ব্যারেটো। তবে কার্ড সমস্যায় নেই অপর ব্রাজিলীয় হাডসন লিমা। ভবানীপুরের বিরুদ্ধে ব্যারেটো ফ্যাক্টরকেই সমীহ করছেন সবুজ-মেরুন কোচ করিম বেঞ্চারিফা। এ দিন অনুশীলনের পর সে কথা গোপনও করেননি করিম। বলছেন, “ব্যারেটো ম্যাজিকে যখন তখন বদলে যেতে পারে ম্যাচের ফল।”
জাতীয় শিবিরে থাকায় ভবানীপুরের বিরুদ্ধে নেই নবি, নির্মল, জুয়েল। হালকা চোট রয়েছে ইচেরও। সেই জায়গা ভরাটের জন্য রাজীব ঘোষ, মণীশ মৈথানি, সাবিথদের তৈরি রাখছেন মোহন কোচ। ডার্বি ম্যাচের সেরা শিল্টনকে বিশ্রাম দিয়ে গোলে অরিন্দমকে খেলানোর সম্ভাবনাই প্রবল। তবে ব্যারেটো ম্যাজিকের কথা মাথায় রেখেই টোলগে-ওডাফাকে নামিয়ে তিন পয়েন্ট ঘরে তোলার ছকই ঘুরপাক খাচ্ছে মরক্কান কোচের মাথায়। সঙ্গে হয়তো কুইন্টনও।
|
মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার লিগে
মোহনবাগান-ভবানীপুর (যুবভারতী, ২-০০)। |