রোনাল্ডো বনাম রুনি বুধবার
মোরিনহোর সঙ্গে কথায় পারব না,
স্বীকারোক্তি ফার্গুসনের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম ওয়েন রুনিবিশ্বকাঁপানো দুই ফুটবলারের যুদ্ধের স্কোরলাইন জানতে এখনও দেরি। অপেক্ষা আরও আটচল্লিশ ঘণ্টার।
স্যর অ্যালেক্স ফার্গুসন বনাম হোসে মোরিনহো—বিশ্বকাঁপানো দুই কোচের ‘ফার্স্ট রাউন্ডের’ স্কোর কিন্তু জানা হয়ে গেল। বাগযুদ্ধের ‘রিং’-এ মোরিনহোর ‘নকআউট পাঞ্চে’ রীতিমতো ধরাশায়ী ফার্গুসন!
এবং সেটা ফাঁস করছেন কে? ফার্গুসন স্বয়ং! বলে দিচ্ছেন, “হোসের সঙ্গে কথায় পারব না। মানসিক যুদ্ধে ও অসম্ভব ভাল।”
জিভে জল আনা এমন যুদ্ধের প্রেক্ষাপট আগামী বুধবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টারফাইনালের প্রথম পর্ব। যেখানে বের্নাবউতে মোরিনহোর রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্মুখসমরে ফার্গুসনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যে ম্যাচকে নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে মিনিটে-মিনিটে। স্পেনের কাগজ মার্কা ইতিমধ্যেই ফাঁস করেছে ফার্গুসনের বিরুদ্ধে মোরিনহোর টিমের সম্ভাব্য লাইন আপ। যেখানে রোনাল্ডো, ওজিল, বেঞ্জিমা, কোয়েন্ত্রাও, পেপে, র্যামোস—সমস্ত তারকা আছেন। কিন্তু আপাতত সে সব ‘ব্যাকফুটে’ ঠেলে শিরোনামে মোরিনহো বনাম ফার্গি।
দুই কোচের ঠোকাঠুকি আজকের নয়। ইপিএলে চেলসির কোচ থাকার সময় মোরিনহোর সঙ্গে ফার্গুসনের সম্পর্ক কত ‘মধুর’ ছিল, সবর্জনবিদিত। এ বার বের্নাবউতে আসছেন ফার্গি, মোরিনহোও আর চুপ করে থাকেন কী ভাবে? শুনিয়ে রেখেছেন, “মাঝে মাঝে গর্ব হয় ফার্গুসনের সঙ্গে আমার বন্ধুত্বের কথা ভেবে। বিশ্বফুটবলের কত বড় চরিত্র উনি!”
এতে আটকে থাকলে তবু ঠিক ছিল। কিন্তু যিনি নিজেই নিজের পরিচয় দেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ হিসেবে, তাঁর পক্ষে এতটুকুতে থেমে থাকা সম্ভব? অতএব, আবার মোরিনহো, “রিয়াল বনাম ম্যাঞ্চেস্টার দেখার জন্য দুনিয়া অপেক্ষা করে আছে। অনেকে বলছে আমরা নাকি চাপে। কারণ কোনও একটা বড় টিম ছিটকে যাবে। কিন্তু এ রকম ম্যাচ আমাদের বরাবরের পছন্দ। আর ম্যাচটা আমি জিততে চাই। নিশ্চয়ই ফার্গুসনও চান। তবে আমরা যে-ই শেষ পর্যন্ত হারি না কেন, মনে মনে একটু খুশি হব নিশ্চয়ই। আমাদের গভীর বন্ধুত্বের কথা ভেবে!”
একাত্তর বছরের ম্যাঞ্চেস্টার ম্যানেজার যাতে মোটামুটি ঝাঁঝরা!
বাগযুদ্ধের ফাঁদে পা দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ভালই জানেন, মাঠের বাইরের লড়াইয়ে মোরিনহোর টক্কর নেওয়া কত কঠিন। বলছেন, “হোসের এটা পুরনো খেলা। এটা ও ভালবাসে। ওর চরিত্রের এই অদ্ভুত দিকটা বরাবরই দেখেছি। কখন কী বলতে পারে, আন্দাজও পাবেন না।”
পাল্টা টোটকা কী?
“কিছুই না। হোসে চাইছে মানসিক চাপের ম্যাচ শুরু করতে। আমি সে রাস্তায় হাঁটছি না। ও জিতুক এটা,” বলছেন ফার্গি। তা হলে মোরিনহোকে ছেড়ে দিচ্ছেন? এ বার ছোট্ট উত্তর, “যতক্ষণ না ও আমাকে এক বোতল ওয়াইন দিচ্ছে, ততক্ষণ ছাড়াছাড়ির প্রশ্ন নেই!”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.