|
|
|
|
ঝাড়খণ্ড |
চলন্ত ট্রেনেই গুলি চালিয়ে খুন করল জঙ্গিরা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
এ বার চলন্ত ট্রেনের ভিতরই গুলি চালাল মাওবাদীরা। আজ বিকেলে খুঁটি জেলার ঝরিয়াগড়ের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। রেল পুলিশ ওই মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেছে, মৃত ব্যক্তি মাওবাদী গোষ্ঠীর সঙ্গেই জড়িত। নিজেদের মধ্যে বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছে বলেই মনে করেন খুঁটি জেলার পুলিশ সুপার এম তামিলানন্দ। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পরেও মাওবাদী জঙ্গিদের উপরে যে কেন্দ্রীয় নীতি বিশেষ প্রভাব ফেলতে পারছে না, এই ঘটনায় ফের তা প্রমাণিত হল।
রাঁচির ডিভিশনাল রেলেওয়ে ম্যানেজার গজানন্দ মাল্য জানান, ঝারসুগুদা-টাটা প্যাসেঞ্জার ট্রেনে ওই ঘটনা ঘটে বিকেল চারটে নাগাদ। ট্রেনটি হাটিয়ায় আসছিল। পথে গোবিন্দপুর ও বাকাসপুর স্টেশনের মাঝে চেন টেনে ট্রেনটি থামানো হয়। পাঁচ থেকে ছ’জন যুবক সেই সময় ওই কামরায় ছিলেন। চেন টানায় ট্রেনের গার্ডও সেই কামরায় ছুটে আসেন। তখন ওই যুবকরা ট্রেন থেকে নামতে নামতেই গার্ডকে তাঁর কামরায় ফিরে যেতে বলে। পরে হাটিয়া স্টেশনে ওই কামরাটি থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। প্রাথমিক তদন্তের পরে খুঁটি জেলার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি যে কামরায় ছিল সেখানেই যাত্রীর বেশে বসেছিল দুষ্কৃতীরা। ওই ব্যক্তিকে গুলি করার পরে সম্ভবত ঝরিয়াগড়ে তারা নেমে যায়। ট্রেন থেকে নামার জন্যই চেন টেনে গাড়ি থামানো হয়েছিল বলে পুলিশের দাবি।
ঝাড়খণ্ডে মাওবাদী ‘গড়’ হিসেবে পরিচিত জেলাগুলির মধ্যে খুঁটি অন্যতম। পাশাপাশি, ট্রেনটি ওড়িশার ঝারসুগুদা থেকে যে পথে আসছিল তা মূলত পাহাড়-জঙ্গলে ঘেরা। ওই সব এলাকা মাওবাদী অধ্যুষিত বলেই পরিচিত। যদিও হাল আমলে এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি ঝাড়খণ্ডে মাওবাদী হামলার যেসব ঘটনা ঘটেছে তার বেশিরভাগটাই লাতেহার জেলায়। এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের কথায়, “সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই ট্রেনের ভিতরে ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে মাওবাদীরা।” ট্রেনের ওই কামরাটি খালি থাকলেও অন্যান্য কামরাতে লোক ছিল বলেই রেল পুলিশ জানিয়েছে। গুলির শব্দ পেয়ে যাত্রীরা ভয় পেয়ে যান। তাই তাঁরা সাহস করে কেউ পুলিশকে কিছু জানাননি। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান, হাটিয়া স্টেশনে ট্রেন থামার পরে যাত্রীরা স্টেশন ম্যানেজারের কাছে এসে সমস্ত ঘটনা জানান।
অন্য দিকে, আজ সিমডেগা জেলাতেও একটি নির্মাণ সংস্থার দুই কর্মীকে গুলি করে খুন করে মাওবাদীরা। সিমেডেগার পুলিশ জানিয়েছে, ওই সংস্থার কাছ থেকে মোটা টাকা দাবি করেছিল ‘পাহাড়ি চিতা’ নামে একটি জঙ্গিগোষ্ঠী। কিন্তু দাবি মতো টাকা ওই সংস্থাটি দিতে চায়নি। তার জেরেই ওই দু’জনকে জঙ্গিরা খুন করেছে বলে দাবি পুলিশের। |
|
|
|
|
|