টুকরো খবর |
পেট্রাপোলে দিনভর ব্যাহত সীমান্ত বাণিজ্য
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
দিনভর ব্যাহত হল সীমান্ত বাণিজ্য। রবিবার সকাল থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকল উত্তর ২৪ পরগনার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রফতানি।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে। বেনাপোল থেকে পণ্যভর্তি একটি ভারতীয় ট্রাক পণ্য খালাস করে ফিরছিল পেট্রাপোলে। অভিযোগ, ওই সময়ে সৌন্দর্য্যায়নের জন্য যশোহর রোডে বেনাপোল পুরনিগমের তৈরি আইল্যাণ্ডে ধাক্কা মারে ট্রাকটি। বেনাপোল পুরনিগমের লোকজন ট্রাকটি আটকায়। চালক ও খালাসিকে টেনে নামিয়ে তালা দিয়ে দেয় ট্রাকটিতে। কেড়ে নেওয়া হয় চালক ও খালাসির কাছে থাকা গাড়ি-সহ সমস্ত বৈধ নথিপত্র। এই ঘটনার প্রতিবাদে এবং চালক ও খালাসিদের নিরাপত্তার দাবিতে রবিবার সকাল থেকে বাংলাদেশে ট্রাক নিয়ে না ঢোকার সিদ্ধান্ত নেয় ভারতীয় ট্রাকচালকেরা। সমস্যা মেটাতে পেট্রাপোলের বিভিন্ন ট্রাকচালক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বেনাপোল পুরনিগমের মেয়র আশরাফুল আলম লিটন। মিটে যায় সমস্যা। ফেরত দেওয়া হয় সমস্ত নথিপত্র।
|
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার চার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে বাসন্তীর ভাঙনখালি থেকে সামসুদ্দিন লস্কর এবং সাদ্দাম হোসেন নামে দুই দুষ্কৃতীকে ধরা হয়। তাদের কাছে পাঁচটি পাইপগান, ১২টি গুলি এবং ১০টি তাজা বোমা মেলে। ধৃতেরা জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত বলে অভিযোগ। ভাঙড়ের ঘটকপুকুর থেকে ধরা হয় সৈয়দ মির এবং শেখ মন্টু নামে দুই যুবককে। তাদের কাছ থেকে দু’টি পাইপগান এবং একটি গুলি পায় পুলিশ। আগ্নেয়াস্ত্রগুলি কী কারণে তারা নিজেদের কাছে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
|
অগ্নিদগ্ধ হয়ে মা-শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নামখানা |
অগ্নিদগ্ধ মৃত্যু হল মা ও তাঁর দেড় বছরের শিশুর। মারা গিয়েছে দুটি গরু, চারটি ছাগল ও চারটি মুরগি। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে নামখানার দ্বারিকনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রতিমা মাহাতো (৩০) ও সুমন মাহাতো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিমাদেবীর স্বামী গুরুপদ মণ্ডল কেরলে কাজ করেন। প্রতিমাদেবী তাঁর শিশুপুত্রকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। আগুন লাগার সময় ঘরের মধ্যে ঘুমাচ্ছিল মা ও ছেলে। আগুন লাগার পর বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে আসে পুলিশ। কিন্তু প্রতিমাদেবী ও তাঁর শিশুপুত্রকে বাঁচানো যায়নি। পুলিশের অনুমান উনুনের আগুন থেকেই এই ঘটনা ঘটেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
‘উৎসব মন্ত্রী’ পদ তৈরি করুক সরকার: প্রদীপ
নিজস্ব সংবাদদাতা • ঢোলাহাট |
ফের চড়া সুরে তৃণমূলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট বাজারের পাশে এক সভায় প্রদীপবাবু তৃণমূল সরকারকে ‘নাচাগানার সরকার’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শুধু চিত্র তারকাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই সরকারের উচিত ‘উৎসব মন্ত্রী’ পদ তৈরি করা।” অধীর চৌধুরীর উপর রাজ্য পুলিশের মামলার বিরুদ্ধে ১৩ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে বনধ্ পালন করা হবে বলে তিনি জানান। ওই দিন প্রতিটি জেলার কংগ্রেস কর্মীদের কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিল করার ডাক দেন প্রদীপবাবু। কলকাতার আমিরুল, ধনেখালির নাসিরুদ্দিন হত্যার প্রসঙ্গেও রাজ্য সরকারকে আক্রমণ করেন প্রদেশ সভাপতি। সভায় প্রদীপবাবু ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেত্রী মালা রায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি মানব মিত্র, কুলপি ব্লক কংগ্রেস নেতা সইদ্দুল্লা কয়াল, তাপস পাহাড়ি, সুজিত পাটোয়ারি প্রমুখ কংগ্রেস নেতা।
|
ফের মন্দিরে চুরি দেগঙ্গায়
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মন্দিরে চুরি থামছেই না বসিরহাট ও দেগঙ্গায়। এ বার চুরি দেগঙ্গার বেড়াচাঁপার সাধুখাঁ পাড়ার এক প্রাচীন কালীমন্দিরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পুজো করতে এসে পূজারি দেখেন যে মন্দিরের দরজা ভাঙা। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রতিমার গায়ে থাকা লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি গিয়েছে। প্রণামীর বাক্স ভেঙে চুরি গিয়েছে টাকা। এছাড়াও মাইক-সহ মন্দিরের অন্যান্য সামগ্রীও চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। গত বুধবারই স্থানীয় ব্রাহ্মণ পাড়ার একটি মন্দিরে বিগ্রহের গায়ে থাকা প্রায় ৪৩ ভরি সোনা ও রূপোর অলঙ্কার চুরি গিয়েছিল। গত এক মাস ধরে বসিরহাট ও দেগঙ্গা এলাকায় মন্দিরে চুরির ঘটনা মারাত্মকভাবে বেড়ে গেলেও এখনও কারওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে, শনিবার রাতে সন্দেশখালির বিবেকানন্দ বিদ্যাপীঠের দরজা ভেঙে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চুরি গিয়েছে টাকা ও জরুরী নথি। গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে ওই স্কুলে তৃতীয়বার চুরির ঘটনা ঘটল।
|
দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গুলিভর্তি রিভলভার-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে হাড়োয়ার মাজমপুর থেকে জুলফিকার মোল্লা ও মিনাখাঁর চৈতল-শ্মশানতলা থেকে সেলিম মণ্ডল নামে ওই দু’জনকে ধরা হয়। শনিবার ধৃতদের বসিরহাট এসিজেএম আদালতে আদালতে হাজির করানো হলে বিচারক তাদের ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন।
|
ফুটবল খেলা নিয়ে মারামারি |
বারাসতের বামনগাছিতে রবিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় এবং একটি বাড়ির লোকজনের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ জানায়, বামনগাছির উঁচু মাঠ এলাকায় খেলা চলাকালীন বারবার বল চলে যাচ্ছিল লাগোয়া একটি বাড়িতে। তার থেকেই গোলমাল বাধে। অভিযোগ, এক মহিলাকে মারধর করা হয়। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। শনিবার রাতে বারাসতের বরবরিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র ও বুলেট-সহ ছ’জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। |
|