আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনা জেলায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করার সিদ্ধান্ত নিল তৃণমূল।
বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় আসার পর থেকে গত কুড়ি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী উন্নয়ন করেছে, তা নিয়ে তিন পাতার প্রচার-পুস্তিকা ছাপানোর কাজ শুরু হয়েছে। এ সপ্তাহের মধ্যেই সমস্ত ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের কাছে তা পৌঁছে যাবে। রবিবার বিকেলে হাবরার রাজবল্লভপুর থেকে বেড়গুম ১ দলীয় কার্যালয় পর্যম্ত এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এ কথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী তথা দলের উত্তর ২৪ পরগনার জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক। |
মসলন্দপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল। ছবি: শান্তনু হালদার। |
হাবরার ফুলতলা ও বেড়গুমে সম্প্রতি তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তৃণমূলের দাবি, সিপিএমের মদতে দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যার প্রতিবাদে এবং এলাকায় সিপিএমের মিছিলের পাল্টা হিসাবে এ দিন তৃণমূলের মিছিল বেরোয়। জ্যোতিপ্রিয়বাবু ছাড়াও মিছিলে হাঁটেন গাইঘাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, হাবরা ১ ব্লক তৃণমূল সভাপতি অজিত সাহা এবং জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি রতন ঘোষ।
মিছিলে যোগ দিতে আসার পথে একটি ম্যাটাডোর উল্টে পাঁচ জন জখম হন। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। |