টুকরো খবর
স্বশাসনের দাবি জেএমএম-এর
পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই সক্রিয় হচ্ছে ছোট আঞ্চলিক দলগুলি। রবিবার বিকেলে ঝাড়গ্রামের কলাবনি এলাকায় জঙ্গলমহলের স্বশাসনের দাবিতে জনসভা করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। দলের নেদাবহড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি পরেশ মারাণ্ডি, রাজ্য সম্পাদক বিট্টু মুর্মু, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক স্বপন মাহাতো প্রমুখ। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াএই তিন জেলাকে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্তির স্বপক্ষে তিন জেলাকে নিয়ে একটি স্বশাসিত পরিষদ গঠনের অন্তর্বর্তী দাবি তোলেন বক্তারা। মঞ্চ থেকে বক্তারা কুড়মালি ও মুণ্ডারি ভাষার স্বীকৃতি, সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে উপযুক্ত পরিকাঠামো-সহ স্কুলস্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষাদান এবং সরকারি উদ্যোগে আদিবাসী ও মূলবাসী সংস্কৃতির সংরক্ষণের দাবিতে সরব হন। সভায় আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন ঝাড়খণ্ড অনুশীলন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসিত খাটুয়া। অসিতবাবুও জঙ্গলমহলের তিন জেলার স্বশাসনের দাবি তোলেন।

জামিন পেলেন তৃণমূল নেতা
পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতিকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূলের সাগরবাড় অঞ্চল সভাপতি উসিয়ার রহমান জামিন পেলেন। শুক্রবার রাতে কোলাঘাট থানার পুলিশ উসিয়ারকে গ্রেফতার করে। শনিবার তাঁকে তমলুক আদালতে হাজির করা হলে বিচারক জামিনের নির্দেশ দেন। কোলাঘাট ব্লকের সাগরবাড় বান্ধব সত্যেশ্বর হাইস্কুলের পরিচালন সমিতির পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সদস্য হিসেবে স্থানীয় সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সুরজিৎ মাইতিকে মনোনীত করায় গত বৃহস্পতিবার উসিয়ার রহমান-সহ একদল তৃণমূল সমর্থক পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিক্ষোভ দেখান। বিক্ষোভের সময় অসিতবাবুকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এ ছাড়াও অফিসের নথিপত্র চুরি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের হয় কোলাঘাট থানায়। পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে উসিয়ারকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ। শনিবার তমলুক আদালতের বিচারক তাঁকে জামিনে মুক্ত করেন।

বিক্ষোভ মিছিল
শঙ্করপুর মৎস্যবন্দরের বরফকলে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত সঞ্জীব বারিকের স্ত্রীকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাল সিটু। শনিবার বন্দরের স্পেশাল অফিসারের দফতরে ডেপুটেশন দেওয়া হয়। ওই একই দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় শঙ্করপুর বাজার ব্যবসায়ী সমিতি, শঙ্করপুর ফিশারমেন অ্যান্ড ফিশ টরেডার্স অ্যাসোসিয়েশন ও স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বক্তব্য রাখেন রামনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক স্বদেশ নায়ক, সিপিএমের রামনগর জোনাল কমিটির সম্পাদক আশিস প্রামাণিক, সিটু নেতা আশিস ভঞ্জ প্রমুখ। সিটুর একটি মিছিল এলাকা পরিক্রমা করে।

বিনপুরে সমাবর্তন
‘বিনপুর রুট এডুকেশন অ্যান্ড সাকসেস সোসাইটি’র প্রথম সমাবর্তন অনুষ্ঠান হল ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন মঞ্চে। রবিবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝাড়গ্রাম ব্লকের সমবায় পরিদর্শক কৌশিক সাহা। সংস্থার ৪০ জন প্রাক্তন-প্রাক্তনীকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংস্থার মুখপত্র ‘আলো’র প্রথম সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন লোককবি ভবতোষ শতপথী। বর্ষীয়ান সমাজসেবী বিষ্ণুপদ রায়কে সংবর্ধনা দেওয়া হয়।

সিএবি-র বৈঠক
মহকুমা ক্রীড়া সংস্থার মাঠকে পূর্ব মেদিনীপুর জেলার সেরা ক্রিকেট মাঠ হিসাবে গড়ে তোলার পাশাপাশি কাঁথিতে অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৭-দের ক্রিকেট প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। শনিবার কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালন কমিটির সঙ্গে এক বৈঠকের পর এই কথা জানান সিএবি সচিব বিশ্বরূপ দে। বৈঠকে ছিলেন মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অশোক দাস পট্টনায়ক, বিশ্বজিৎ দত্ত, সুপ্রকাশ মাইতি প্রমুখ। কাঁথি মহকুমায় সিএবির পক্ষ থেকে আম্পায়ার প্রশিক্ষণের কথা জানান বিশ্বরূপবাবু। শনিবার তিনি মহকুমা ক্রীড়া সংস্থার মাঠ পরিদর্শনে যান।

পথ অবরোধ
প্রাথমিকে শিক্ষক নিয়োগে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকারের দাবিতে রবিবার হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে অবরোধ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক শিক্ষণ ছাত্রছাত্রী সমন্বয় সমিতি। দুপুর দেড়টা থেকে দু’টো পর্যন্ত অবরোধ চলে। সমিতির রাজ্য আহ্বায়ক নীলম রায়ের অভিযোগ, “ক্ষমতায় আসার আগে তৃণমূল প্রাথমিক শিক্ষক নিয়োগে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ, সুপ্রিম কোর্টে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের বিরুদ্ধে গিয়েছে রাজ্য সরকার।”

ইংরেজি শেখাতে শিবির
ইংরেজি ভাষায় আগ্রহ বাড়াতে স্কুল ছাত্রদের জন্য এক দিনের শিবিরের আয়োজন করল এক স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার হলদিয়ার বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে ‘ওয়ান ডে মোটিভেশনাল ইংলিশ ওরিয়েন্টেশন ক্যাম্প’ শীর্ষক ওই শিবিরে মহকুমার (নবম শ্রেণি থেকে কলেজ পড়ুয়া) মোট ১৮৭ জন পড়ুয়া যোগ দেয়। শিবিরে অংশগ্রহণকারীদের ৬টি শ্রেণিতে ভাগ করে মূলত ইংরেজি শিক্ষায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন, কথোপকথন, চরিত্র গঠন তথা ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে ধারণা দেন ১২ জন শিক্ষক। উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের প্রাক্তন অধ্যাপক সুতিপ্রসাদ মাইতি, সুতাহাটা অবর বিদ্যালয় আধিকারিক স্বপনকুমার জানা প্রমুখ। সংগঠনের সভাপতি দেবব্রত রায় বলেন, “রাজ্যের ছেলেমেয়েরা ইংরেজিতে পিছিয়ে রয়েছে। অথচ, যে কোনও কাজে এখন ইংরেজির প্রয়োজন। সেটা বোঝাতেই এই শিবির। পরে গ্রীষ্মকালীন শিবিরও হবে।”

রথ পৌঁছল হলদিয়ায়
‘শাশ্বত ভারত বিবেক রথ’ কলকাতা থেকে এল হলদিয়ায়। রবিবার বিকেলে শোভাযাত্রার মাধ্যমে রথটিকে টাউনশিপের রামকৃষ্ণ সেবায়তনে আনা হয়। স্বামী বিবেকানন্দের সার্ধশতজন্মবর্ষ উপলক্ষে প্রায় ৪২ ফুট লম্বা ও ১২ ফুট উচ্চতার এই মোটরচালিত রথটি কলকাতার কাঁকুড়গাছি রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে রওনা হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। রথের সঙ্গেই রয়েছে একটি প্রদর্শনীও। সন্ধ্যায় বিবেকানন্দের জীবনী সংক্রান্ত একটি চলচ্চিত্র দেখানো হয়। আজ, সোমবার আলোচনা, বক্তৃতা-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠান শেষে স্বামীজির বিশালাকার বাঁধানো ছবি ২০টি স্কুলকে দেওয়া হবে বলে জানান রামকৃষ্ণ সেবায়তনের সহ-সভাপতি দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়। ছিলেন তমলুক রামকৃষ্ণ মিশন মঠের মহারাজ স্বামী হরিময়ানন্দ, চণ্ডীপুরের মহারাজ স্বামী ভুবনেশ্বরানন্দ। আগামী ১২ই রথ চণ্ডীপুর পৌঁছবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.